সোমবার, ২০ জানুয়ারী ২০২৫, ১০:৪৯ অপরাহ্ন
বাবুগঞ্জ প্রতিনিধি॥ বাবুগঞ্জের একমাত্র এমপিও ভুক্ত দক্ষিন ভুতেরদিয়া পাকা মসজিদ সংলগ্ন এবতেদায়ী মাদ্রারাসার প্রধান শিক্ষক শেখ মাহবুবের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ উঠেছে। অভিযোগ সূত্রে জানাযায়, উপজেলার একমাত্র এমপিও ভুক্ত দক্ষিন ভুতেরদিয়া পাকা মসজিদ সংলগ্ন এবতেদায়ী মাদ্রারাসার প্রধান শিক্ষক হওয়া সত্বেও শেখ মাহবুব পরিচালিত বাবুগঞ্জ থানা সংলগ্ন ইসলামিয়া প্রি ক্যাডেট নামের একটি কিন্ডার গার্টেন নিয়ে সার্বক্ষনিক ব্যস্ত থাকেন।
তিনি মাদ্রাসা না গিয়ে হাজিরা খাতায় স্বাক্ষর করে প্রতিমাসের বেতন তুলেন বলে স্থানীয় সুত্রে জানা গেছে। রবিবার সরোজমিনে দেখা গেছে, সাইনবোর্ড বিহীন কাঠের নির্মিত মাদ্রাসাটি জনজির্ন অবস্থায় দাড়িয়ে রয়েছে। ৫ জন শিক্ষকের দুইজন উপস্থিত থাকলেও কোন শিক্ষার্থী পাওয়া যায়নি। উপস্থিত শিক্ষিকা তাসলিমা বেগম ও বলেন, কাছাকাছি কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান থাকায় শিক্ষার্থী সংখ্যা কম। তবে ২০-২৫ জন শিক্ষার্থী নিয়মিত উপস্থিত হয়।
এ ব্যপারে মাদ্রাসা প্রধান শেখ নজরুল ইসলাম মাহাবুব ফোনে কোন মন্তব্য করতে রাজি হননি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সুজিত হাওলাদার বলেন, বিষয়টি আমার জানা নাই। তবে কোন প্রতিষ্ঠান প্রধান দায়িত্ব এরাতে পারেন না। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।
Leave a Reply