মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫, ০৪:৫২ অপরাহ্ন
আরিফ হোসেন,বাবুগঞ্জ॥ বরিশাল সদর,বাবুগঞ্জ ও মুলাদী উপজেলা নিয়ে সংরক্ষিত মহিলা আসন-৪৮ এর সংসদ সদস্য বেগম লুৎফুন নেসা খান আলোচনায় উঠে এসেছেন। গত এক সপ্তাহ ধরে বাবুগঞ্জের প্রত্যান্ত অঞ্চলে গিয়ে জনগনের খোজ খবর নিতে দেখা যাচ্ছে তাকে। সরাসরি অতি সাধারণদের সাথে মতবিনিময় করে বাবুগঞ্জে আলোচনায় এসেছেন এই নারী এমপি। কেউ কেউ বলছেন দেশের এই প্রথম কোন নারী সংসদ সদস্য মানুষের দোরগোড়ায় এসে সুযোগ সুবিধা ও সামাজিক অবস্থার খোজ খবর নিচ্ছেন।
আলোচনায় আসার পিছনের কারন খুজতে গিয়ে দেখা গেছে, সংসদ সদস্য লুৎফুন নেসা খানের অনুকুলে বরাদ্ধের ঐচ্ছিক তহবিলের সব টাকা হতদরিদ্র পরিবারের মাঝে বিতরণ ও প্রকৃত নদী ভাঙ্গনী ৪৩৩ টি পরিবারের মধ্যে ৩০ কেজি করে সচ্ছ প্রক্রিয়ায় চাল বিতরণ করেন নিজে উপস্থিত থেকে। তিনি বাবুগঞ্জের ৬ ইউনিয়নে ঘুরে ঘুরে সাধারণ জনগনের সাথে কথা বলে বুজতে চেষ্ট করছেন মানুষের সমস্যা ও প্রত্যাশা। কয়েকটি মতবিনিময় সভায় তিনি নারীদের প্রশিক্ষনের মাধ্যমে সাবলম্বি হওয়ার পরামর্শ দেন। ভাগ্য উন্নয়নে নিজেদেও উদ্যোগের কথা বলেন।
সংসদ সদস্য বেগম লুৎফুন নেসা খান বলেন, আমি শুধু জনগনের মধ্যে বরাদ্ধের সুষ্ঠ বন্টন চাই। আমি নেতাকর্মীদের বলেছি সরকারী বরাদ্ধের শতভাগ না হলেও ৮০ ভাগ বাস্তবায়ন চাই। এদিক ওদিক হলে জবাবদিহিতার মধ্যে আনা হবে। শেষ বয়সে মানুষের সেবা করার যে সুযোগ পেয়েছি তার সঠিক ব্যবহারই আমার লক্ষ। সাধারনের কাছ থেকে নেওয়া তথ্য সংসদে তুলে ধরে এ অঞ্চলের উন্নয়নে ভুমিকা রাখতে চাই।
Leave a Reply