রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫, ০৪:৫৪ পূর্বাহ্ন
রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি॥ বানারীপাড়া উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সভাপতি ও দক্ষিণ নাজিরপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মোবারক আলী (৬৭) বুধবার রাত সাড়ে ১০টায় বরিশাল শেবাচিম হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্না…রাজিউন)।সড়ক দূর্ঘটনায় আহত হয়ে তিনি দীর্ঘদিন ধরে শয্যাশায়ী ছিলেন।
মৃত্যুকালে তিনি স্ত্রী ও তিন মেয়ে সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। মরহুম মোবারক আলী উপজেলার রাজ্জাকপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ইসরাত জাহান মুন্নীর বাবা ও প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক প্রয়াত প্রভাষক খলিলুর রহমানের শ্বশুর।
বৃহস্পতিবার বাদ জোহর বানারীপাড়া ডিগ্রী কলেজ মাঠে জানাজা শেষে তার লাশ পৌর শহরের ৬ নং ওয়ার্ডের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
তার মৃত্যুতে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন বরিশাল-২ আসনের সংসদ সদস্য মো. শাহে আলম,বানারীপাড়া উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব গোলাম ফারুক,পৌরসভার মেয়র অ্যাডভোকেট সুভাষ চন্দ্র শীল,উপজেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম সালেহ মঞ্জু মোল্লা,উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবুল কালাম আজাদ,হাই কেয়ার স্কুলের প্রতিষ্ঠাতা ও পরিচালক আ. হাই বখ্শ,
প্রেসক্লাব সভাপতি রাহাদ সুমন,সাধারণ সম্পাদক সুজন মোল্লা, সহ-সভাপতি কে এম শফিকুল আলম জুয়েল,ইলিয়াস শেখ,সাংগঠনিক সম্পাদক শফিক শাহিন,উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মজিবুর রহমান,সাধারণ সম্পাদক জাহিদ হোসেন প্রমুখ।
Leave a Reply