মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫, ০১:৩২ অপরাহ্ন
বানারীপাড়া প্রতিনিধি॥ বরিশালের বানারীপাড়ার চাখার ইউনিয়নে প্রধানমন্ত্রীর আশ্রয়ণ প্রকল্পের ১২ পাকা গৃহের (ভবন) ৩২ পিলার ভাঙার অভিযোগ পাওয়া গেছে। জানা গেছে, মুজিব শতবর্ষে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে আশ্রয়ণ প্রকল্পের মাধ্যমে ভূমিহীন পরিবারের মধ্যে জমিসহ পাকা ঘর বরাদ্দ দেওয়া হয়। গত ২৩ জানুয়ারি দেশব্যাপী একযোগে ৭০ হাজার গৃহনির্মাণের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর মধ্যে বরিশালের বানারীপাড়ায় ২০০টি বরাদ্দকৃত ঘরও রয়েছে।
উপজেলার চাখার ইউনিয়নের সাকরাল গ্রামের ২ একর জমির ওপর আশ্রয়ণ প্রকল্পের ৬৫টি গৃহের কাজও ওই দিন শুরু হয়। ১ লাখ ৭১ হাজার টাকা ব্যয়ে প্রতিটি পাকা গৃহ নির্মাণ করা হবে বলে জানা যায়। গত ২১ ফেব্রুয়ারি রাতে ওই গ্রামের সুলতান মৃধার মাছের ঘের সংলগ্ন সরকারি খাস জমির মধ্যে আশ্রয়ণ প্রকল্পের নির্মাণাধীন ৬৫টি গৃহের মধ্যে ৩২টির পিলার ভেঙে ফেলে দুর্বৃত্তরা।
স্থানীয় সোনাহার গ্রামের মৃত কাসেম কাজীর ছেলে মো. সুমন কাজী (২৭)সহ অজ্ঞাতনামা ৩/৪ জনকে আসামি করে বানারীপাড়া থানায় ২২ ফেব্রুয়ারি রাতে মামলা দায়ের করা হয়। চাখার ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা বাদশা মিয়া বাদী হয়ে এ মামলা দায়ের করেন।
ওই দিনই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নিশাত শারমিনের নেতৃত্বে পুলিশ আসামিদের বাড়িতে অভিযান চালায়। এদিকে ২৩ ফেব্রুয়ারি সকালে বানারীপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রিপন কুমার সাহা প্রেস ক্লাব নেতৃবৃন্দকে তার কার্যালয়ে বিষয়টি অবহিত করেন।
এ প্রসঙ্গে উপজেলা নির্বাহী কর্মকর্তা রিপন কুমার সাহা জানান, আশ্রয়ণ প্রকল্পটি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিজস্ব প্রকল্প। যারা এই দেয়াল ও পিলার ভেঙেছে তাদের কাউকে ছাড় দেওয়া হবে না। দুবৃর্ত্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।
Leave a Reply