শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ০৬:৪৯ অপরাহ্ন
বাকেরগঞ্জ প্রতিনিধি ॥
বাকেরগঞ্জ উপজেলার আউলিয়াপুর গ্রামে সরকারি হালটের গাছ কেটে নিয়েছে স্থানীয়রা। এ নিয়ে দু পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। জানা যায়, জেএল নং-৩৭ নন্দপাড়া মৌজার এসএ ৪৪১নং খতিয়ানের ৩১৬৫ নং দাগের ৬৬ শতাংশ সরকারি হালট জমি। উক্ত জমিতে বর্তমানে স্থানীয়দের চলাচলের রাস্তা রয়েছে। বাকি জমিতে রয়েছে গাছ।
এই গাছের মালিকানা ও জমির দখল নিয়ে ইতমধ্যে স্থানিয়দের মধ্যে একাধিকবার বিরোধ সৃস্টি হয়েছে। সম্প্রতি গত ৫ সেপ্টেম্বর স্থানীয়রা আজিজ তালুকাদরের অনুমতিতে একটি গাছ কর্তন করা হয়। এ সময় একই এলাকার আঃ খালেক তালুকদার গং উহাতে বাধা প্রদান করে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ঊর্মি ভৌমিক ও রঙ্গশ্রী ইউনিয়ন সহকারি ভূমি কর্মকর্তা মোঃ নজরুল ইসলামকে অবগত করেন। নজরুল ইসলাম ঘটনা স্থলে উপস্থিত হয়ে গাছ নিতে নিশেধ করে।
স্থানীয়রা গাছ নেয়া থেকে বিরত থাকলেও কিছু দিন পূর্বে উক্ত গাছ অসিম ফকির নিয়ে যায় বলে আজিজ তালুকাদর জানায়। স্থানীয় আঃ খালেক তালুকদার সাংবাদিকদের বলেন, উক্ত জমি আমার দাদা ছফেরদ্দিন তালুকাদর স্থানীয় ঠাকুর ভ্রমন প্রসাদ এর কাছ থেকে ক্রয় করে মালিক হন। সরকার ইহা হইতে এই অংশ হালট হিসেবে রেকর্ড করেছে। উক্ত জমি ও গাছ সরকার পাবে। ইতিপূর্বে আরও দুটি মূল্যবান গাছ কেটে নিয়ে গেছে। সরকার এই জমি মেপে নির্দিস্ট না করলে যে গাছ আছে তা ওরা সকলে কেটে নিয়ে যাবে। আজিজ তালুকাদর বলেন, উক্ত জমি হালট।
এই জমির গাছ সরকার আমাকে কাটতে নিষেধ করলে আর কাটবো না। উভয় পক্ষই এই হালটের জমি মেপে নির্দিস্ট করতে সংশ্লিস্ট সকলের কাছে জোর দাবি জানিয়েছে।
Leave a Reply