বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ০৩:১৮ অপরাহ্ন
অনলাইন ডেস্ক: অপরাধ সংবাদের সম্পাদক খায়রুল আলম রফিককে সভাপতি এবং বিডি২৪লাইভ এর এডিটর ইন চিফকে সাধারণ সম্পাদক করে বাংলাদেশ অনলাইন সংবাদপত্র সম্পাদক পরিষদের ৭১ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় কমিটি গঠন করা হয়েছে।
গত সোমবার (১৬ সেপ্টেম্বর) দেশের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল বিডি২৪লাইভ এর প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে ৩ বছরের জন্য এই কমিটি গঠন করা হয়।
কমিটির অন্য সদস্যদের মধ্যে, কমিটিতে অন্যন্যরা হলেন: নবদ্বীপ সাহা (প্রতিদিন বাংলা২৪) সহ-সভাপতি (১), শরীফ উদ্দিন সন্দীপি দৈনিক অনুসন্ধান সহ-সভাপতি (২), তরিকুল ইসলাম (এ্যাকশন বিডি২৪) (৩) সহ- সভাপতি, টুটুল রবিউল( নবাব বার্তা) সহ-সভাপতি (৪), শামীম আজাদ আনোয়ার (ত্রিশাল বার্তা)সহ-সভাপতি (৫) আতাহার হোসের সুজন( দি ঢাকা ক্রাইম নিউজ) যুগ্ম সম্পাদক (১), কাজী মামুন (কাজী টিভি) যুগ্ম সম্পাদক (২), আসাদুজ্জামান মুরাদ( আজকের বার্তা) সহ-সম্পাদক (১),আবুল হোসেন ক্রাইম সিলেট সহ-সম্পাদক (২) তানভির আহমেদ অভি ( দক্ষিনের বার্তা)-সহ-সম্পাদক (৩), আশ্রাফুর রহমান রাসেল (আমাদের ব্রাক্ষন বাড়িয়া) সহ-সম্পাদক (৪) সোহেল রেজা (নেত্রকোনার আলো) সিনিয়র সাংগঠনিক সম্পাদক (১), খাইরুল ইসলাম আলামীন (দুর্নীতি বার্তা) সাংগঠনিক সম্পাদক (২), মাসুদ রানা (বরিশাল পিপলস) সাংগঠনিক সম্পাদক (৩), আসাদুজ্জামান সুমন (ভালুকার খবর) সাংগঠনিক সম্পাদক (৪), সাদ্দাম হোসেন (বাংলার আওয়াজ) বিভাগীয় সম্পাদক (১), আবুবকর সিদ্দিক(আলোক বার্তা) বিভাগীয় সম্পাদক(২),খান আশরাফুল ইসলাম(বিবর্তন টিভি) বিভাগীয় সম্পাদক(৩), ইকরামুল হক বেলাল (সংবাদ প্রতিক্ষন) বিভাগীয় সম্পাদক(৪),ইকবাল হোসেন বাচ্চু (অনাবিল সংবাদ) বিভাগীয় সম্পাদক(৫) নাহিদুর রহমান(জার্নালিস্ট ভয়েস৭১) দপ্তর সম্পাদক, জাকারিয়া আলম দিপু(আর্থটাইম) সিনিয়র প্রচার সম্পাদক(১)কাজী ইব্রাহীম জুয়েল(চাদঁপুর টাইমস)প্রচার সম্পাদক (২)মাজাহারুল হক(প্রতিদিনের বাংলাদেশ) প্রচার সম্পাদক (৩),খলিল উদ্দিন ফরিদ (ভোলা বানী) প্রচার সম্পাদক (৪),মনিরুল রহমান সাহান মৌলভী বাজার.কম) প্রচার সম্পাদক (৫),জামির হোসেন বাচ্চু (সংবাদ গ্যালারী.কম) প্রচার সম্পাদক (৬),কামাল হোসেন খান (কোয়াকাটা নিউজ) প্রচার সম্পাদক (৭),সোয়েল আহমেদ (উজ্জাবিত বাংলাদেশ.কম) প্রচার সম্পাদক (৮) মুরসালিন হক শাপলা নিউজ বিডি.কম) প্রচার সম্পাদক (৯),নাসির শরিফ (বরিশালের প্রহর)সমাজ কল্যান সম্পাদক(১),আফজাল শরীফ (লাল সবুজের দেশ)সমাজ কল্যান সম্পাদক (২),অধ্যাপক আবদুল খালেক (লোহাগড়া নিউজ.কম)ধর্ম বিষয়ক সম্পাদক, মেহেদি কাওসার (রাজকাহন) অর্থ সম্পাদক, সাবিহা উর্মি (অগ্রযাত্রা) মহিলা বিষয়ক সম্পাদিকা (১), সোনিয়া দ্ওেয়ান প্রীতি(ঢাকা নিউজ ২৪.কম) মহিলা বিষয়ক সম্পাদিকা (২), রাইসুল ইসলাম অভি ( বরিশাল ওয়ান নিউজ) প্রশিক্ষক সম্পাদক, এডিএম আমিরুল ইসলাম ওমর (রাজনৈতিক প্রতিদিন) শিক্ষা বিষয়ক সম্পাদক, সাজ্জাদুর আলম খান সুমন(ভালুকা প্রতিদিন২৪) কল্যান ফান্ড সম্পাদক, বদরুল আমিন (৭৫ বাংলাদেশ.কম) বিনোদন সম্পাদক, এস এম তারেক ন্ওেয়াজ (ভোরের বার্তা.কম)সাহিত্য বিষয়ক সম্পাদক,কামরুর হাসান রুবেল(রংধনু.কম) আন্তজাতিক সম্পাদক,কাজী বশির (জনতার কথা.কম) তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক। কার্যকরী সদস্যরা হলেন, শাহরিয়ার সোসেন বিপ্লব(বরিশাল ওয়ান নিউজ.কম)পলাশ চৌধুরী (বাংরার মুখ ২৪.কম, আবু মাসুম ফযসাল (দৈনিক দক্ষিনের কন্ঠ), সুমন হালদার আশিষ দেশ ১ নিউজ.কম),আকরামুল হুদা বাপ্পি (কলমের কন্ঠ২৪.কম, তারেক আহমেদ (যুগযুগান্তর.কম, এইচ এম হীরা (ডেইলি খবর বরিশাল ২৪.কম) এইচ, এম হেলাল (ভয়েস অব বরিশাল.কম), জাহাঙ্গীর আলম রাজু (ডেইলি আমাদের বাংলাদেশ.কম), কিবরিয়া মাহমুদ (দক্ষিনের কাগজ), আজাদ আহমেদ (দক্ষিনের খবর), আল মামুন খান (আমাদের সংবাদ.কম), তুহিন হাসান (বর্তমান সংবাদ.কম), খোকা মোহাম্মদ চৌধুরী(আশুলিয়া একপ্রেস.কম)শফিকুল ইসলাম আরজু (তথ্যপত্র.কম), রফিকুল ইসলাম দোহা (মেহেদীগন্জ সংবাদ.কম), সোয়েল আহমেদ (উজ্জিবিত বাংলাদেশ.কম),মামুন তালুকদার (এশিয়ান নিউজ ২৪.কম), কামার হোসেন দেশের গর্জন.কম),রুবেল সরকার (আলোকিত নিউজ.কম),সিদ্দিকুর রহমান মাসুম (করাঈী নিউজ.কম), এন কে সুমন ( এস ই টিভি,কম। উক্ত কমিটি আগামী তিন বছর মেয়াদে করা হয়েছে ।
উল্লেখ্য, অনলাইন নিউজ পোর্টাল বা অনলাইন সংবাদপত্রের স্বাধীনতা ও মত প্রকাশের অধিকার রক্ষা, সাংবাদিকদের পেশাগত মানোন্নয়ন সহ সকল অনলাইন গুলোকে একি ছায়াতলে আনার প্রয়াসে গত বছর প্রতিষ্ঠিত হয় বাংলাদেশ অনলাইন সংবাদপত্র সম্পাদক পরিষদ |
Leave a Reply