শনিবার, ০৪ জানুয়ারী ২০২৫, ০৭:২১ অপরাহ্ন
সুমন খান, স্বরুপকাঠী ॥
“৬৮ হাজার গ্রাম বাচলে বাংলাদেশ বাচবে” আর সেই নীতির উপর আস্থা রেখে বহু ঝড় ঝাপটা নিয়ে টিকে আছে জাতীয় পার্টি। স্বৈরাচার খেতাবকে প্রত্যাখান করে আজও স্ব মহিমায় টিকে আছে জাতীয় পার্টি সকল মানুষের অন্তরের অন্তঃস্তলে। এরশাদের আদর্শকে নিয়ে গ্রাম বাংলায় আজও এরশাদের গুনকির্তনে মুগ্ধ গ্রামের সাধারন মানুষ। আর এ কথাগুলো বলেন আগামী সংসদ নির্বাচনে পিরোজপুর সদর আসনের সম্ভাব্য জাতীয় পার্টির প্রার্থী মোঃ নজরুল ইসলাম। নেছারাবাদ-নাজিরপুর ও পিরোজপুর আসনের শতভাগ কর্নফাম প্রার্থী জাতীয় পার্টির নির্বরযোগ্য মোঃ নজরুল ইসলাম আরও বলেন,দক্ষিন বঙ্গের উন্নয়মের রুপকার এরশাদের অন্যতম সহ যোদ্যা রুহুল আমিন হাওলাদারের সুযোগ্য নেতৃত্বে বৃহত্তর বরিশাল বিভাগে জাতীয় পার্টি শক্ত অবস্থানে। আর আমি তার আস্থাবাজন হয়ে পিরোজপুরের সদর আসনের জন্য আগামী জাতীয় পার্টির প্রার্থী মোঃ নজরুল ইসলাম সকলের দোয়া প্রার্থী।
এদিকে উপজেলার সাধারন সম্পাদক অধ্যাপক জুলফিকার শরীফ বলেন,সততায় ও জনপ্রিয়তায় জাতীয় পার্টির প্রার্থী মোঃ নজরুল ইসলাম আপন মহিমায় এগিয়ে চলছে। ঈদের পরবর্তি সময়ে পিরোজপুর সহ নাজিরপুর ও স্বরুপকাঠীতো গনসংযোগ সহ পথসভা করে যাচ্ছে। আগামী নির্বাচনের মিশন নিয়ে স্বরুপকাঠীর জাতীয় পার্টির আয়োজনের গনসংযোগে উপস্থিত ছিলেন উপজেলার জাতীয় পার্টির সাধারন সম্পাদক অধ্যাপক জুলফিকার শরীফ সহ মোঃ সাইদুল ইসলাম ( সহ সাংগঠনিক), মোঃ শরীফ,এ কে আজাদ,আঃ সালাম,মোঃ ফারুক হোসেন,মোঃ সালাম,মোঃ মনিরুল ইসলাম,গুয়ারেখার সুশেন মিস্ত্রী প্রমুখ। এদিকে বাজার রোডের পথ সভা পরিচালনা করেন জাতীয় যুব সংহতির সাধারন সম্পাদক মোঃ নুরুল ইসলাম সহ বহু যুব কর্মীরা। পথ সভা ও গণসংযোগে জেলা সহ উপজেলার বহু গণ মাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।
Leave a Reply