শুক্রবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৫, ০৫:০৪ পূর্বাহ্ন
ভয়েস অব বরিশাল ডেস্ক॥ বরিশাল বিভাগের নবনিযুক্ত বিভাগীয় কমিশনার অমিতাভ সরকার দায়িত্ব গ্রহন করেছেন।
মঙ্গলবার (০৯ জুন) দুপুর ১টার দিকে নগরীর বিভাগীয় কমিশনারের বাসভবনের অফিস কক্ষে বিদায় বিভাগীয় কমিশনার মুহাম্মদ ইয়ামিন চৌধুরী তাকে দায়িত্ব বুঝিয়ে দেন।
এর আগে গত চার জুন বৃহস্পতিবার স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব অমিতাভ সরকারকে বরিশাল বিভাগীয় কমিশনার পদে নিযুক্ত করে আদেশ জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়।
জানাগেছে, গত ৪ জুন বরিশাল বিভাগীয় কমিশনার মুহাম্মদ ইয়ামিন চৌধুরীকে পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব পদে পদোন্নদি দিয়ে বদলি করা হয়।
একই দিন অপর এক আদেশে অতিরিক্ত সচিব অমিতাভ সরকারকে বরিশাল বিভাগীয় কমিশনার পদে নিযুক্ত করা হয়।
এর পাঁচ দিনের মাথায় মঙ্গলবার দায়িত্ব বুঝে নেন তিনি। এসময় বিদায়ী বিভাগীয় কমিশনার মুহাম্মদ ইয়ামিন চৌধুরী তাকে ফুল দিয়ে শুভেচ্ছা এবং বরণ করে নেন।
এসময় অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মো. আদুর রাজ্জাক, জেলা প্রশাসক এসএম অজিয়র রহমানসহ জেলা ও বিভাগীয় প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
Leave a Reply