শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ০৪:৩২ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক: খাদ্যে ভেজাল ও অস্বাস্থ্যকর পরিবেশের খাদ্য তৈরীর অপরাধে নগরীর নথুল্লাবাদ এলাকার এক হোটেল ব্যবসায়ীকে সাত দিনের কারাদন্ড দিয়েছে ভ্রাম্য্যমান আদালত। একই সাথে আরো ২টি হোটেল এন্ড রেস্তোরাকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার (২৩ মে) বিকাল পৌনে ৫টার দিকে জেলা প্রশাসন কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট রুম্পা ঘোষ এই দন্ডাদেশ দেন।
জেলে যাওয়া হোটেল ব্যবসায়ীর নাম ফাইফুর রহমান। তিনি নথুল্লাবাদ ডে-নাইট হোটেল এন্ড রেস্তোরার মালিক। এছাড়া জরিমানা দেয়া অপর প্রতিষ্ঠান দুটির মধ্যে নথুল্লাবাদের বৈশাখী বিরিয়ানী হাউস এর মালিক মিজানুর রহমানকে ১৫ হাজার টাকা ও একই এলাকার চমক হোটেল এন্ড রেস্তোরার মালিক শহিদুল ইসলামকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনাকারী জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রুম্পা ঘোষ জানান, ডে-নাইট হোটেল এন্ড রেস্তোরা মালিক ফায়জুর রহমানকে ২০ হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে ৭ দিনের কারাদন্ড প্রদান করা হয়। ফায়জুর রহমান জরিমানার টাকা পরিশোধ করতে না পারায় তাকে বরিশাল কেন্দ্রীয় কারাগারে প্রেরন করা হয়েছে। বাকি দু’জন জরিমানা দিয়ে মুক্তি পেয়েছেন।
বরিশাল র্যাব-৮ এর সহযোগিতায় পরিচালিত মোবাইল কোর্টে প্রসিকিউশন অফিসার ছিলেন বরিশাল সিটি কর্পোরেশনের স্যানিটারি ইন্সপেক্টর সৈয়দ এনামুল হক সাইফুল। এছাড়াও বিএসটিআই এর দু’জন প্রতিনিধি মোবাইল কোর্টে সহযোগিতা করেন।
Leave a Reply