রবিবার, ০৬ জুলাই ২০২৫, ০১:৩০ অপরাহ্ন
ভয়েস অব বরিশাল ডেস্ক॥ পূর্ব শত্রুতার জের ধরে বরিশাল নগরীতে দুই ভাইকে পিটিয়ে আহত করার অভিযোগ পাওয়া গেছে একদল সন্ত্রীদের বিরুদ্ধে। শুক্রবার (২৬জুন) বিকাল পাঁটার দিকে নগরীর কাজীপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় কোতয়ালী মডেল থানায় একটি লিখিত অভিযোগ দেয়া হয়েছে।
লিখিত অভিযোগের বিষয়টি নিশ্চিত করেছেন কোতয়ালী মডেল থানায় এ এস আই আসাদ। অভিযোগ সুত্রে জানা যায়, শুক্রবার বিকেলে বাবার কাজের সাইডে যান রাকিব(১৮) ,কাজ শেষে কাজীপাড়া তে মাথায় চায়ের দোকনে বসে চান পান করতে ছিলেন ।
এসময় সন্ত্রাসী বাহিনী রাকিবের উপর হামলা চালায় এক পর্যয়ে রাকিবের মাথার উপর কাচেঁর বোতল দিয়ে আঘাত করলে মাথা ফেটে য়ায়। পরে পথচারীরা এসে রাকিবকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেন। এদিকে ভাইকে মারধর করা হচ্ছে এমন সংবাদ পেয়ে বড় ভাই শাকিল খান বাঁচাতে আসলে তাকেও মারধর করা হয়। হামলাকারীরা হলো, নগরীর ২২ নং ওযার্ডের জিয়া সড়ক এলাকার তালুকদার বাড়ির মৃত মোসলেম তালুকদারের পুত্র ইকবল(২৫),সাগর (২১), একই বাড়ির অপু,খলিল, শরিফ,সজিব,লিটু।
আহত রাকিব নগরীর ২৯নং ওয়ার্ডের কাঞ্চন আলী খানের ছেলে। সে দশম শ্রেনীর ছাত্র। লৎফর রহমান সড়কের মিঠুর ভারাটিয়া। এদিকে আহত রাকিব জানান, আমার বাবা একজন সেনেট্যেরি কাজ করেন। করোনায় স্কুল বন্ধ থাকায় বাবার সাইডে যাই। ওই দিন বিকেলে কাজীপাড়া এলাকায় বাবার সাইডে সামান্য কাজ বাকি থাকায় সাইডে গিয়ে কাজের ফাঁকে কাজীপাড়া তে মাথায় চা পান করার জন্য একটি দোকনে গিয়ে বসি।
সন্ত্রাসীদের মধ্যে ইকবল নামক একজন এসে আমাকে বলে তুই ওই দিন মারামারি সময় ছিলিনা ? প্রশ্নের উত্তর দিতে না দিতে আমাকে মারধর শুরু করে।
পরে কাচেঁর বোতল দিয়ে মাথায় আঘাত করে। সন্ত্রাসী ইকবল মারধর শুরু করলে আরো ৬/৭ জন এসে দুই ভাইকে এলোপাতালি মারধর করে সন্ত্রাসীরা ।
এদিকে মারধর বিষয়টি নিয়ে ২২নং ওয়ার্ড কাউন্সিলয়র আনিচুর রহমান দুলাল’র কাছে জানতে চইলে তিনি কিছুই জানেন না বলে জানান এই প্রতিবেদকে।
তদন্তকরী কর্মকর্তা বলেছেন , লিখিত অভিযোগ হাতে পেয়েছি,ঘটনা সত্য মিথ্যা যাচাই-বাচাই করে ব্যবস্থা নেয়া হবে।
Leave a Reply