মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫, ০৪:২০ অপরাহ্ন
ভয়েস অব বরিশাল ডেস্ক॥ বরিশাল নগরীতে মোটর সাইকেল ও ভ্যানগাড়ির মুখোমুখী সংঘর্ষে তিনজন আহত হয়েছে। আহতদের উদ্ধার করে শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে পুলিশ ও স্থানীয়রা। সোমবার রাত সোয়া ১০ টার দিকে বিএমপি উপ পুলিশ কমিশনার (দক্ষিণ) কার্যালয়ের সামনের সড়কে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, তিনটি মোটর সাইকেল বেপরোয়া গতিতে বরিশাল কমার্শিয়াল কলেজের সামনে দিয়ে যাচ্ছিল।
হঠাৎ করেই সড়কের পাশ দিয়ে যাওয়া একটি ভ্যানগাড়িতে ধাক্কা দিলে ভ্যান চালক ও মোটর সাইকেলের আরোহী দুই যুবক সড়কে ছিটকে পড়ে।
এতে ওই দুই যুবক মারাত্মক আহত হয়ে রাস্তায় গড়াগড়ি খাচ্ছিল। এদের মধ্যে একজনের অবস্থা আশংকাজনক।
এছাড়া ভ্যান চালক পলিটেকনিক এলাকার জনৈক বাসিন্দা (৫০) আহত হয়। স্থানীয়রা এবং সিটিএসবি’র এএসআই মাসুম তাৎক্ষণিক আহতদের দ্রুত চিকিৎসার জন্য শেবাচিম হাসপাতালে পাঠান।
সিটিএসবি’র এএসআই মাসুম জানান, সংগীয় মোটরসাইকেল দুটি দুর্ঘটনার পরপরই দ্রুত পালিয়ে যাওয়ায় আহতদের কারো পরিচয় জানা যায়নি। আহতদের মধ্যে একজনের অবস্থা আশংকাজনক বলেও জানান তিনি।
Leave a Reply