মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫, ০৩:২০ অপরাহ্ন
ভয়েস অব বরিশাল ডেস্ক॥ নির্বাচনী পদক পাচ্ছেন নির্বাচন কমিশনের তিনজন কর্মকর্তা। জাতীয় নির্বাচনী পদক-২০২১ বিজয়ীরা হলেন খুলনা আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা (চলতি দায়িত্ব) মো. ইউনুস আলী, বরিশাল আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা (চলতি দায়িত্ব) মো. আলাউদ্দীন ও নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সহকারী সচিব রৌশন আরা বেগম।
মঙ্গলবার ( ২ মার্চ) জাতীয় ভোটার দিবসে বিজয়ীদের হাতে পদক তুলে দেয়া হবে। ইসির সিনিয়র সহকারী সচিব (প্রশিক্ষণ সক্ষমতা ও উন্নয়ন) মোহাম্মদ মাসুদুল হক স্বাক্ষরিত এ সংক্রান্ত চিঠিতে সংশ্লিষ্টদের পদক গ্রহণ করার জন্য উপস্থিত থাকতে বলা হয়েছে।
চিঠি থেকে জানা যায়, নির্বাচন সংশ্লিষ্ট বিভিন্ন কাজে অবদানের জন্য তাদের এ পদক দেয়া হচ্ছে। ২০২০ সাল থেকে কর্মকর্তাদের পদক দেয়া শুরু করে নির্বাচন কমিশন।
Leave a Reply