বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫, ১০:০৭ পূর্বাহ্ন
ভয়েস অব বরিশাল ডেস্ক॥ বরিশালে স্বাস্থ্যবিধি অমান্য করে মাস্ক ছাড়াই বাজারে ঘোরাফেরার দায়ে ৪ জনকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
রোববার নগরীর নথুল্লাবাদ, কালিবাড়ি রোড, লঞ্চ ঘাট ও পোর্ট রোড এলাকায় এ অভিযান চালানো হয়। এ অভিযান পরিচালনা করেছেন বরিশাল জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা আক্তার।
তিনি জানান, স্বাস্থ্যবিধি না মেনে ঘোরাফেরার কারণে এই ৪ জনকে জরিমানা করা হয়েছে। ৪ জনের কাছ থেকে ৩ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। করোনাকালে স্বাস্থ্যবিধি মেনে চলাফেরার করানোর জন্য এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।
Leave a Reply