বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ২০২৪, ০২:২১ পূর্বাহ্ন
অনলাইন ডেস্ক:
রাজধানীর সদর ঘাটগামী যাত্রীবাহি এমভি শাহরুখ-১ লঞ্চের সঙ্গে মালবাহী কার্গোর সংর্ঘষে ঘটনা ঘটে। এতে লঞ্চটির তলা ফেটে গেছে। ফলে ঢাকার যাওয়ায় যাত্রা বাতিল করে যাত্রীদের বরিশাল নৌবন্দরে নামিয়ে দেওয়া হয়েছে। তবে এতে কোন হতাহতের খবর পাওয়া যায়নি।
মঙ্গলবার (২৮ আগস্ট) রাত ৯টার দিকে ঝালকাঠি গাবখান চ্যালেঞ্জ এই সংঘর্ষে ঘটনা ঘটে বলে জানিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) বরিশাল অফিস।
সংস্থাটির বরিশাল অফিসের নৌ নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা বিভাগের উপ-পরিচালক আজমল হুদা সরকার জানিয়েছেন- বরগুনা থেকে যাত্রী নিয়ে লঞ্চটি রাজধানীর উদ্দেশে যাচ্ছিল। পথিমধ্যে ঝালকাঠি গাবখান চ্যালেঞ্জ লঞ্চটির সাথে বিপরীতমুখী একটি মালবাহী কার্গোর মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে লঞ্চটির সামনের অংশের বাম পাশে তলায় ফাটল ধরে পানি ওঠে। সংশ্লিষ্ট লঞ্চটির চালক দ্রুত চালিয়ে বরিশাল টার্মিনালে এসে যাত্রীদের নিরাপদে নামিয়ে দেয়। তবে এতে কোন হতাহতের ঘটনা ঘটেনি। পরে লঞ্চটি পরীক্ষা করে ক্রটি পাওয়ায় ঢাকার যাত্রা বাতিল করা হয়েছে বলে জানান এই কর্মকর্তা।’
Leave a Reply