মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫, ১২:৫৩ পূর্বাহ্ন
ভয়েস অব বরিশাল ডেস্ক॥ বরিশালে যথাযোগ্য মর্যাদায় ঐতিহাসিক ৭ মার্চ উদযাপিত হয়েছে। এ উপলক্ষে রবিবার (৭ মার্চ) জেলা প্রশাসন, সিটি করপোরেশন, জেলা আওয়ামী লীগ, মুক্তিযোদ্ধা সংসদসহ প্রশাসনের প্রধানগন, শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানগন ও বিভিন্ন সংগঠন বঙ্গবন্ধুর পথিকৃতিতে পুস্পার্ঘ্য অর্পন করেন।
রবিবার সকাল নয়টায় নগরীর সোহেল চত্বরস্থ আওয়ামী লীগ কার্যলয়ের সম্মুখে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে পুস্পার্ঘ্য অর্পণ করেন বিসিসি মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহসহ সিটি করপোরেশনের কর্মকর্তা ও প্যানেল মেয়র, কাউন্সিলরগন।
এর পরপরই বরিশাল মহানগর আওয়ামী লীগ সভাপতি অ্যাড. একে এম জাহাঙ্গীর হোসাইন, সাধারন সম্পাদক সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ সহ দলীয় নেতৃবৃন্দরা শ্রদ্ধা নিবেদন করেন।
এ সময় আরও শ্রদ্ধা জানান বরিশাল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক (সাবেক) সংসদ এ্যাড. তালুকদার মো. ইউনুসের নেতৃত্বে জেলা আওয়ামী লীগ।
নগরীর বঙ্গবন্ধু উদ্যানে জাতির জনক বঙ্গবন্ধুর ম্যুরালে জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দারসহ পুলিশ প্রশাসন ও বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাগন শ্রদ্ধা নিবেদন করেন।
একই স্থানে বরিশাল সাংবাদিক ইউনিয়ন সহ বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা শ্রদ্ধা নিবেদন করেন। বরিশাল বিশ্ববিদ্যালয় ভিসি প্রফেসর ড. সাদেকুল আরেফিন ক্যাম্পাসে বঙ্গবন্ধুর পথিকৃতিতে পুস্পার্ঘ্য অর্পন করেন। পরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
Leave a Reply