শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ০৫:০৯ অপরাহ্ন
ভয়েস অব বরিশাল ডেস্ক॥ নিয়ম অনুযায়ী প্রতিটি বাস এবং কাউন্টারে থাকবে ভাড়ার তালিকা। কিন্তু সেই নিয়ম মানার বালাই নেই বরিশালের আন্তঃজেলা রুটের বাস সার্ভিসে। কন্ডাকটররা যে ভাড়া দাবি করে তাই পরিশোধ করতে হয় যাত্রীদের। জ্বালানির দাম বৃদ্ধির পর সরকার যতটুকু ভাড়া বাড়ানোর অনুমতি দিয়েছে তার চেয়েও বেশি ভাড়া আদায়ের অভিযোগ বাস মালিকদের বিরুদ্ধে।
যাত্রীরা বলছেন, আমরা চার্ট অনুযায়ী ভাড়া দেব। কিন্তু বাস মালিকরা কোনা চার্ট না দেখিয়েই অতিরিক্ত ভাড়া আদায় করছে। তারা কোনো চার্টই প্রকাশ করে নাই। এই অতিরিক্ত ভাড়া দেওয়া আমাদের জন্য কষ্টকর।
চালকরা বলছেন, মালিকরা সরবরাহ না করায় ভাড়ার তালিকা টাঙানো হয়নি বাসে। এসব অভিযোগ আমলে নিয়ে সোমবার (১৫ নভেম্বর) বিকেল থেকে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয় নগরীর বিভিন্ন বাস স্টান্ডে।
বিআরটিএ বরিশাল সার্কেলের মটরযান পরিদর্শক মো. জাফর হাসান বলেন, আমরা ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান পরিচালনা করছি। এখানে দেখা হচ্ছে বাস মালিকরা অতিরিক্ত ভাড়া আদায় করছে কিনা। প্রমাণ পেলে তাদের জরি মানা করা হচ্ছে।
বরিশালের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সমাপ্তি রায় বলেন, বেশ কয়েকটি কাউন্টারে ভাড়ার কোনো চার্ট ছিল না। তাদের জরিমানা করা হয়েছে। এছাড়া কয়েকজন বাসচালকের ড্রাইভিং লাইন্সের মেয়াদ উত্তীর্ণ হওয়ায় তাদের জরিমানা ও সতর্ক করা হয়েছে।
বরিশালের আন্তঃজেলা রুটের ১৩টি বাসে ম্যাজিষ্ট্রেট অভিযান পরিচালনা করে ৫টি বাসকে ১০ হাজার টাকা জরিমানা করেন। এছাড়া ৪ টি বাসকে মৌখিকভাবে সাবধান করেন অভিযান পরিচালনাকারী ম্যাজিস্ট্রেট।
Leave a Reply