শুক্রবার, ১৭ জানুয়ারী ২০২৫, ০২:০৭ পূর্বাহ্ন
থানা প্রতিনিধি॥ বরিশাল সদর উপজেলার চন্দ্রমোহন ইউনিয়নের টুমচর ভেদুরিয়া গ্রামের চর পাওয়ার চরের মাটি অবৈধভাবে কেটে নেয়ার অভিযোগে ২টি ড্রেজার সহ ২জনকে আটক করেছে ভ্রাম্যমান আদালত।
এ সময় আটক ২জনকে ১ মাস করে বিনাশ্রম কারাদন্ড দেন সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. মেহেদী হাসানের ভ্রাম্যমান আদালত। শনিবার (১৪ নভেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত এই অভিযান পরিচালিত হয়।
দন্ডপ্রাপ্ত ২জন হলো ওই এলাকার আফসু মিয়া (৩০) এবং কুদ্দুস মিয়া (৩২)। দন্ড ঘোষনার পরপরই তাদের বরিশাল কেন্দ্রিয় কারাগারে প্রেরন করে পুলিশ।
জেলা প্রশাসনের সহকারী কমিশনার সুব্রত কুমার বিশ্বাস জানান, সদর উপজেলার চন্দ্রমোহন ইউনিয়নের টুমচর ভেদুরিয়া গ্রামে চন্দ্রমোহন নদী সংলগ্ন চর পাওয়ার চরের মাটি অবৈধভাবে কেটে নেয়ার খবর পেয়ে র্যাবের সহযোগীতায় সেখানে অভিযান চালায় সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. মেহেদী হাসানের নেতৃত্বাধীন ভ্রাম্যমান আদালত।
অভিযান টের পেয়ে অন্যান্যরা পালিয়ে গেলেও ওই দুইজনকে আটক করে আইন শৃঙ্খলা বাহিনী। এ সময় মনুষ্যবিহীন দুটি ড্রেজার জব্দ করা হয়। পরে ভ্রাম্যমান আদালত আটক দুই শ্রমিককে ১ মাস করে বিনাশ্রম কারাদন্ড দেন।
Leave a Reply