মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫, ০১:২৪ অপরাহ্ন
বাকেরগঞ্জ প্রতিনিধি॥ বরিশালের বাকেরগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রলি উল্টে জাহিদুল ইসলাম নামে এক যুবক নিহত হয়েছেন। এ সময় ট্রলিচালকও গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার বিকেলে উপজেলার কবাই ইউনিয়নে এ দুর্ঘটনা ঘটে। নিহত জাহিদুল গারুড়িয়া ইউনিয়নের রবিপুর গ্রামের মো. বশির হাওলাদারের ছেলে। তিনি ওই ট্রলির হেলপার ছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, খালি ট্রলি নিয়ে ডিসি রোড হয়ে গারুড়িয়া দিকে যাওয়ার পথে ট্রলি খাদে পড়ে। এ সময় ট্রলির নিচে হেলপার জাহিদুল ইসলাম ও ট্রলিচালক চাপা পড়েন। স্থানীয়রা তাদের উদ্ধার করে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে হেলপার জাহিদুলকে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন বাকেরগঞ্জ থানার ওসি আলাউদ্দিন মিলন।
Leave a Reply