রবিবার, ০৬ জুলাই ২০২৫, ০১:১৭ অপরাহ্ন
ভয়েস অব বরিশাল ডেস্ক॥ করোনা যুদ্ধে নীরব এক যোদ্ধার নাম সাজ্জাদ পারভেজ। করোনার এই ক্লান্তি লগ্নে মানুষ ঘরে বসে সময় কাটালেও সাজ্জাদ পারভেজ ছুটেছেন মানবতার সেবায়। এক দিনও ঘরে বসে সময় পার করেননি তিনি।
তার উপর তার কাঁধে রয়েছে প্রতিবন্ধী ৩৫ কোমলমতি শিশু। প্রতিদিন তাদের কাছেও ছুটতে হয় সাজ্জাদ পারভেজকে। তিনি করোনাকে ভয় নয়, সচেতনতার মাধ্যমে হাসি মুখে জয়ের চেষ্টা করে যাচ্ছেন প্রতিনিয়ত। তাইতো ২০১৯-২০ অর্থ বছরে তিনি পেয়েছে শুদ্ধাচার পুরস্কার।
সমাজসেবা অধিদফতরাধীন বিভিন্ন কার্যালয়ে কর্মরত কর্মকর্তা এবং কর্মচারীদের বিভিন্ন ক্যাটাগরিতে এই পুরস্কার প্রদান করা হয়েছে। সাজ্জাদ পারভেজ সমাজসেবা অধিদফতরের প্রবেশন অফিসার (জেলা) ও বরিশাল সামাজিক প্রতিবন্ধী মেয়েদের প্রশিক্ষণ ও পুনর্বাসন কেন্দ্রের ব্যবস্থাপক হিসেবে এই স্বীকৃতি লাভ করেছেন।
ইতোপূর্বে তিনি ২০১৭ সালে জেলা প্রশাসন পদক এবং ২০১৮ সালে শ্রেষ্ঠ প্রবেশন অফিসার হিসেবেও মনোনীত হয়েছিলেন। স্বীয় কর্মদক্ষতা এবং সৃজনশীলতার মাধ্যমে সরকারের কর্মসূচি বাস্তবায়ন করে আসছেন। যার কারণে তিনি এই স্বীকৃতি লাভ করেছেন। এদিকে এমন স্বীকৃতি পাওয়ায় তাকে ফুলেল শুভেচ্ছা জানান বরিশাল জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান।
Leave a Reply