শুক্রবার, ১৭ জানুয়ারী ২০২৫, ১১:৫৮ পূর্বাহ্ন
ভয়েস অব বরিশাল ডেস্ক॥ নিজ হেফাজতে ইয়াবা রাখার অভিযোগে দায়ের করা মামলায় বরিশালের উজিরপুর উপজেলার মাদক কারবারি রিয়াজুল ইসলাম রিয়াজকে ৮ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো ৬ মাসের কারাদণ্ডাদেশ দেয়া হয়।
বুধবার বিকেলে সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোঃ রফিকুল ইসলাম আসামির অনুপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।
একইসাথে অভিযোগ প্রমাণিত না হওয়ায় মামলার অপর আসামি সাদ্দাম হোসেনকে খালাস দেয়া হয়। দণ্ডপ্রাপ্ত রিয়াজ উপজেলার পূর্ব বড়াকোঠা এলাকার দেলোয়ার হোসেন ফকিরের ছেলে।
আদালতের বেঞ্চ সহকারী হেদায়েতুন্নবি জাকির জানান, ২০১৫ সালের ৭ অক্টোবর গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৮ উপজেলার ধামুড়া বন্দর এলাকায় অভিযান চালিয়ে রিয়াজকে ২শ’ পিস ইয়াবাসহ আটক করে। এ সময় তার সহযোগী সাদ্দাম পালিয়ে যায়।
একই দিন উজিরপুর মডেল থানায় ২ জনকে অভিযুক্ত করে মামলা দায়ের করেন ডিএডি নজরুল ইসলাম। একই বছর ২৯ নভেম্বর মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই কামাল পাশা আদালতে চার্জশিট জমা দেন। আদালত ১০ জনের সাক্ষ্যগ্রহণ শেষে রায় ঘোষণা করেন।
Leave a Reply