শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ০৪:৫৭ পূর্বাহ্ন
অনলাইন ডেস্ক//
অস্ত্রের মুখে জিম্মি করে জেলার উজিরপুর উপজেলার শিকারপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি বাদল হাওলাদারের মুন্ডপাশা গ্রামের বাসায় ডাকাতি সংঘঠিত হয়েছে। বুধবার দিবাগত রাত একটার দিকে সংঘবদ্ধ ডাকাতদল বাসার গ্রীল কেটে ঘরের মধ্যে প্রবেশ করে। বৃহস্পতিবার সকালে ডাকাতির সাথে জড়িত থাকার সন্দেহে মিজানুর রহমান (৩৫) নামের এক যুবককে আটক করেছে পুলিশ।
বাদল হাওলাদার জানান, বুধবার দিবাগত রাত একটার দিকে দালানের গ্রীল কেটে ঘরের মধ্যে ৭/৮ জনের একদল সশস্ত্র ডাকাত ভেতরে প্রবেশ করে অস্ত্রের মুখে জিম্মি করে আমাকে (বাদল) ও তার স্ত্রীকে বেঁধে ফেলে। এরপর ঘরের আলমিরায় থাকায় নগদ ছত্রিশ হাজার টাকা, সাড়ে চার ভরি স্বর্ণালংকার ও একটি মোবাইল ফোন নিয়ে যায়। উজিরপুর মডেল থানার ওসি শিশির কুমার পাল জানান, এ ঘটনায় মামলা দায়েরের প্রস্ততি চলছে।
উল্লেখ্য, গত কয়েকদিন পূর্বে উজিরপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি)’র সরকারী কোয়ার্টারে দূধুর্ষ চুরি সংগঠিত হয়েছে।
Leave a Reply