শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ০৪:৫১ পূর্বাহ্ন
বাবুগঞ্জ প্রতিনিধি॥ “এ মিশন ক্ষমতার চুরায় ওঠার নয়,দেশের মানুষের সেবা করার লক্ষেই বাকি জীবন কাজ করে যেতে চাই। ফাকা বুলিতে গাল ভরিয়ে দিতে আসেনি। এসেছি জননেত্রী শেখ হাসিনার সোনার বাংলাদেশ গড়ার স্বপ্ন নিয়ে। উদ্দিশ্য যদি সৎ হয় নিশ্চই একদিন সফল হব”। বরিশাল-৩ আসনে নৌকার মনোনয়ন প্রত্যাশী কেন্দ্রীয় যুবলীগের সহ-সম্পাদক ও ঢাকা কলেজের সাবেক ছাত্রলীগ সভাপতি মিজানুর রহমান মিজান মুলাদীর প্রত্যান্ত অঞ্চল চরকালেখান ইউনিয়নের বিভিন্ন হাট-বাজার,পারা মহল্লায়,দোকানে ও বিভিন্ন স্টেশনে গনসংযোগ এবং সরকারের উন্নয়ন ও সাফল্য তুলে ধরে এসব কথা বলেন। এসময় তিনি পদ্মা সেতু,পায়রা বন্দর,স্যাটেলাইট এর কথা উল্লেখ করে জাতীয় নির্বাচনে শেখ হাসিনার মনোনিত প্রার্থীকে ভোট দিয়ে আবারো ক্ষমতায় আনার আহব্বান জানান। এসয় তার সাথে ছিলেন মুলাদী উপজেলা ভাইস চেয়ারম্যান কাজী মাইনুল আহসান সবুজ , চরকালেখান ইউনিয়নে চেয়ারম্যান ও গাছুয়া ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি আলতাফ হাওলাদার প্রমুখ।
Leave a Reply