সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫, ১১:১২ পূর্বাহ্ন
অনলাইন ডেস্ক: দেড় বছর ধরে নিজ জায়গায় ঘর তুলতে পারছিলেন না নীলফামারীর পঞ্চপুকুর ইউনিয়নের স্বামী পরিত্যক্তা প্রতিবন্ধী রুবি বেগম(৪৫)। প্রায় ছয় বছর ধরে রুবির দেড় শতাংশ জমি নিয়ে বিরোধ চলে আসছিল প্রতিবেশি আতিয়ার রহমানের সাথে। জোরপূর্বক ভোগ দখল করে আসছিল আতিয়ার।
এ নিয়ে আদালতে মামলা হলে ইউনিয়ন পরিষদ রুবি বেগমের জমি উল্লেখ করে প্রতিবেদন দাখিল করে। কিন্তু প্রতিবেশি আতিয়ার ওই জমি দখলে ছাড়ছিলেন না নিজের দাবি করে।
ইউনিয়ন চেয়ারম্যান হবিবর রহমান বলেন, কিনে নেওয়ার অজুহাতে প্রতিবেশি আতিয়ার ছয় বছর ধরে রুবি বেগমের জমি দখলে রেখেছেন জোর করে। অসহায় হওয়ায় কোনও ব্যবস্থা নিতে পারছিলেন না রুবি এমনকি থাকার কোনও ব্যবস্থা না থাকায় সেখানে ঘরও তুলতে পারছিলেন না ভয়ে। এক পর্যায়ে বিধবা ওই নারীটির পাশে এসে দাড়ায় স্থানীয় ছাত্রলীগের নেতাকর্মীরা। ছাত্রলীগের নেতারা বৃহস্পতিবার (০৪ জুলাই) বিধবা নারীর জমিতে ঘর তুলে দেয়।
স্থানীয় ছাত্রলীগ নেতা আল হেদায়েতুল্লাহ সুজন বলেন, এর আগে নিজের জায়গায় ঘর তোলা চেষ্টা করলে করলে তাকে নির্যাতনও করা হয়েছিল। আমরা বিষয়টি জেনে সবার সাথে কথা বলে কি করা যায় সেটি নিয়ে ভেবেছি। সমন্বয় করেছি ইউনিয়ন পরিষদের সাথে। জেলা ছাত্রলীগের সহ-সভাপতি ও পঞ্চপুকুর ইউনিয়ন ছাত্রলীগের সোহাগ সরকারের নেতৃত্বে ২০/২৫জন কর্মী ইউনিয়নের মিস্ত্রিপাড়ায় গিয়ে বিধবা প্রতিবন্ধী রুবি বেগমের মাথা গোজার ঠাঁই করে দেন ঘর তুলে।
সোহাগ সরকার বলেন, জমিটি ওই নারীর। অসহায় হওয়ায় প্রতিবেশির দাপটে ঘর তুলতে পারছিলেন না। তার এক ছেলে ঢাকায় কাজ করে। রাতে ঘুমানোর ব্যবস্থা না থাকায় থাকতো প্রতিবেশি আরেক প্রতিবন্ধির বাসায়। মানবিক কারণে আমরা ছাত্রলীগের সবাই মিলে ওই নারীর ঘর তুলে দেই।
জেলা ছাত্রলীগের সভাপতি মনিরুল হাসান ও সাধারণ সম্পাদক মাসুদ সরকার স্থানীয় নেতাদের এই উদ্যোগকে স্বাধুবাদ জানিয়ে বলেন, ছাত্রলীগের নেতাকর্মীরাও মানুষের কল্যানে কাজ করে থাকে যার উদাহরণ এটি। অসহায় দরিদ্র ওই নারীটি এরফলে উপকৃত হবেন।
Leave a Reply