সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০৪:৪০ অপরাহ্ন
পিরোজপুর প্রতিনিধি॥ পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার ইকড়ি বাজারের পরিত্যাক্ত অবস্থায় ১৭৪ কেজি চাল এবং টিন জব্দ করেছে ভান্ডারিয়া থানা পুলিশ ও উপজেলা প্রশাসন। শনিবার (১৮ এপ্রিল) রাতে উপজেলার ৪ নং ইকড়ি ইউনিয়নের ইকড়ি বাজার থেকে এ চাল ও টিন জব্দ হয়।
ভান্ডারিয়া থানার অফিসার ইনচার্জ এস এম মাকসুদুর রহমান জানান, পরিত্যাক্ত একটি দোকান থেকে ১৭৪ কেজি চাল ও ৭ খানা ঢেউ টিন জব্দ করা হয়েছে। জব্দকৃত চাল ও টিনের প্রকৃত মালিক কে বা কেন রাখা হয়েছে তা অনুসন্ধান করা হচ্ছে।
এ বিষয়ে ভান্ডারিয়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ নাজমুল আলম নবীন বলেন, জব্দকৃত চাল সরকারি কিনা বোঝা যাচ্ছে না। কারন এটা আলাদা ৬টি বস্তায় ছিল, তবে টিন সরকারি।
প্রসঙ্গত, গত সোমবার ইকড়ি ইউনিয়নে করোনা পরিস্থিতি মোকাবিলায় মানবিক সহায়তা কর্মসূচির আওতায় স্থানীয় কর্মহীন হয়ে পড়া শ্রমজীবী ও নিম্ন আয়ের অসহায় মানুষদের মধ্যে বিতরণের জন্য বরাদ্দকৃত জিআরের চাল আত্মসাতের ঘটনা ঘটে। এ ঘটনা তদন্তে মাঠে নামে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এর পরই আজ রাতে এই চাল উদ্ধার হলো।
Leave a Reply