বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ০৩:৩৮ অপরাহ্ন
অনলাইন ডেস্ক: বাবা দীর্ঘদিন ধরে ব্রেইন টিউমারে আক্রান্ত হয়ে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন। আর পরিবারের শেষ সম্বল বাবাকে বাঁচানোর জন্য কোনো উপায় না পেয়ে শেষ পর্যন্ত টাকার জন্য রাস্তায় নেমেছেন রাজশাহীর দূর্গাপুর উপজেলার জয়কৃষ্ণপুর গ্রামের কোবাদ আলীর ছেলে কলেজ শিক্ষার্থী সোহাগ।
কলেজ শিক্ষার্থী সোহাগ বলেন, আমার বাবা একজন গরীব কৃষক আর বাড়ির ভিটা ছাড়া আমাদের কোনো জমি নেই। এমনকি আমার পড়াশোনা খরচ বাবার পক্ষে থেকে চালানো সম্ভব না হওয়ায় আমি মানুষের জমিতে কামলা খেটে পড়াশোনা করছি আর পরিবারের এক মাত্র উপার্জনকারী আমার বাবা ব্রেইন টিউমারে আক্রান্ত হয়ে শয্যাশায়ী হওয়ায় আমরা মানবেতর জীবন- যাপন করছি।
তিনি বলেন, আমাদের টাকা পয়সা না থাকায় বাবার চিকিৎসার জন্য সব লজ্জা সরম বিসর্জন দিয়ে মানুষের কাছে হাত পাততে বাধ্য হচ্ছি। আমার বাবাকে বাঁচাতে আপনাদের সবার সহযোগিতা চাই। দয়া করে সবাই আমাকে সাহায্য করুন।এদিকে, কোবাদ আলীর চিকিৎসার জন্য সরকারের দৃষ্টি কামনা করেছেন তার পরিবার।
Leave a Reply