শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০১:১৫ অপরাহ্ন
ভয়েস অব বরিশাল:
পটুয়াখালীর কলাপাড়া উপজেলায় পায়রা সমদ্র বন্দর ও তাপবিদ্যুৎকেন্দ্র এলাকায় ঘর তোলার হিড়িক পড়েছে।
অধিক মূল্য পাওয়ার আশায় পায়রা পোর্ট সংলগ্ন লালুয়া এবং ধানখালী ইউনিয়নে শতশত পরিবার ঘরগুলো তুলছে।ক্ষতিগ্রস্ত জমির মালিকরা জানান,পায়রা সমুদ্র বন্দর এবং তাপবিদ্যুৎ এলাকায় সরকার চলমান দামের চেয়ে তিনগুণ মূল্যে জমি অধিগ্রহণ করছে।ফলে উপজেলার অন্য ইউনিয়নেও জমির মূল্য বেড়েছে কয়েকগুণ হারে।
শতশত পরিবার উপজেলার অন্যান্য ইউনিয়নে জমি ক্রয় করতে না পেরে তাদের মাথা গোঁজার ঠাঁই নিয়ে দিশেহারা হয়ে পড়েছে।তবে ঘরের মূল্য জমির মূল্যর তুলনায় অপেক্ষাকৃত বেশি পাওয়ায় মানুষ ঘর তুলে ক্ষতি পুষিয়ে নিতে চাচ্ছে।ঘর তোলার হিড়িকে একজন কাঠমিস্ত্রি প্রতিদিন ৬০০ টাকা মজুরির পরিবর্তে ৯০০ থেকে ১০০০ টাকা করে নিচ্ছে।এ ব্যাপারে ক্ষতিগ্রস্ত এক জমির মালিক তার নাম প্রকাশ না করার শর্তে বলেন,সরকার তার প্রয়োজনে জমি অধিগ্রহণ করেছে।তবে সরকার কৃষকদের স্বার্থে ভূমির মূল্য তিনগুণ বাড়িয়ে দিলেও টাকা তুলতে বারবার পটুয়াখালী যাতায়াতসহ বিভিন্ন খরচ হয়ে যায়।
ফলে যাও হাতে পাওয়া যায়,তা দিয়ে পুনরায় অন্য জায়গায় ঘর তুলে কিংবা চাষাবাদের জমি ক্রয় করা অসম্ভব হয়ে পড়েছে।
Leave a Reply