পায়রায় জমি অধিগ্রহনে ক্ষতিগ্রস্ত ৩৫০ পরিবারের সদস্যদের প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন Latest Update News of Bangladesh

বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১১:২৩ অপরাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- [email protected] অথবা [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩




পায়রায় জমি অধিগ্রহনে ক্ষতিগ্রস্ত ৩৫০ পরিবারের সদস্যদের প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন

পায়রায় জমি অধিগ্রহনে ক্ষতিগ্রস্ত ৩৫০ পরিবারের সদস্যদের প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন




তানজিল জামান জয়,কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি।। পায়রা বন্দর নির্মাণে জমি অধিগ্রহণে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের আত্মকর্মসংস্থানের লক্ষ্যে দক্ষতার উন্নয়নে প্রশিক্ষণ কর্মসূচি শুরু হয়েছে। বুধবার দুপুরে পটুয়াখালীর জেলা প্রশাসক মো. মতিউল ইসলাম চৌধুরী এ প্রশিক্ষণের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

 

পায়রা বন্দর কর্তৃপক্ষের আয়োজনে ডেভেলপমেন্ট অর্গানাইজেশন অব দি রুরাল পূয়র (ডরপ) সহযোগিতায় পায়রা বন্দর ওয়ার হাউস মিলনায়তনে এ প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন হয়। দ্বিতীয় পর্যায়ের এ প্রশিক্ষণে মোট ৩৫০ জন নারী-পুরুষ অংশ নেয়। ব্রয়লার, ককরেল ও টার্কি পালন এ তিনটি ট্রেডে প্রশিক্ষণ অনুষ্ঠিত হচ্ছে। পায়রা বন্দরের যুগ্ম পরিচালক (এস্টেট) উপসচিব খন্দকার নূরুল হক উদ্বোধনী সভায় সভাপতিত্ব করেন।

 

বিশেষ অতিথির বক্তব্য রাখেন কলাপাড়ার সহকারী কমিশনার (ভূমি) অনুপ দাশ, ডরপ এর পরিচালক হায়দার আলী খান, কলাপাড়া প্রেসক্লাবের সভাপতি মেজবাহউদ্দিন মাননু, কলাপাড়া ইন্সটিটিউট অব টেকনোলজি এর অধ্যক্ষ মো. আবু সালেহ।

 

স্বাগত বক্তব্য রাখেন উন্নয়ন সংস্থা ডরপ এর সমন্বয়কারী জেবা আফরোজ। বন্দরসুত্রে জানা গেছে, পর্যায়ক্রমে অন্তত ৪৮টি ট্রেডে ৪২০০ পরিবারের একজন করে সদসকে এভাবে প্রশিক্ষণ দেয়া হবে। প্রথম পর্যায়ে কম্পিউটার, রাজমিস্ত্রিসহ যেসব ট্রেডে প্রশিক্ষণ দেয়া হয়েছে এদের অনেকেই এখন পায়রা বন্দরে কর্মরত রয়েছেন। অনেকে ব্যক্তিগতভাবে খুঁজে পেয়েছেন কর্মসংস্থান।

 

জমি অধিগ্রহণে ক্ষতিগ্রস্ত পরিবারের গৃহপুনর্বাসনে একদিকে স্থাপনা নির্মাণ কাজ চলছে। পাশাপাশি এসব পরিবারের একেকজনকে দক্ষ কর্মী হিসেবে গড়ে তোলার লক্ষ্যে চলছে প্রশিক্ষণ কার্যক্রম।

 

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD