শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ১০:৪৯ পূর্বাহ্ন
ভান্ডারিয়ায় প্রতিনিধি ॥
জাতীয় বিশ্ব বিদ্যালয়ের অধীনে পিরোজপুরের ভান্ডারিয়ায় অনার্স (¯œাতক সম্মান) ১ম বর্ষের পরীক্ষা অনুষ্ঠিত হলেও ভান্ডারিয়া সরকারি কলেজ, মজিদা বেগম মহিলা কলেজ এবং আমান উল্লাহ কলেজের ২য় বষের্র পরীক্ষা কেন্দ্র পিরোজপুরে নির্ধারণ করা হয়। এতে এ ৩ কলেজের ৩ শতাধিক শিক্ষার্থী বিপাকে পড়েছে এবং এদের মধ্যে চরম ক্ষোভের সঞ্চার হয়েছে। ক্ষুদ্ধ শিক্ষার্থীরা গতকাল শনিবার সকাল থেকে ভান্ডারিয়া সরকারি কলেজের সামনের সড়কে অবরোধ কর্মসূচী পালন করে।
ভান্ডারিয়া সরকারি কলেজের ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থী মেহেদি হাসান, রাষ্ট্র বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মো. মিরাজ সিকদার জানান, ভান্ডারিয়া থেকে প্রায় ২৫ কি.মি দুরে গিয়ে এবং ৩ কি.মি দীর্ঘ খড়শ্রোতা কঁচা নদী পার হয়ে ঝুকি নিয়ে পিরোজপুর জেলা সদরে গিয়ে জাতীয় বিশ্ব বিদ্যালয়ের অধীনে অনুষ্ঠেয় অনার্স (¯œাতক সম্মান) পরীক্ষার্থীদের পরীক্ষায় অংশ নিতে হবে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ একটু দৃষ্টি দিলেই এসব শিক্ষার্থী এ দূর্ভোগ থেকে রক্ষা পেতে পারে। এ ব্যাপারে জাতীয় বিশ্ব বিদ্যালয়ের ডেপুটি পরীক্ষা নিয়ন্ত্রক মো. মহসিন হোসেন বলেন, সংশ্লিষ্ট কলেজ কর্তপক্ষ ভিসি বরাবরে আবেদন করলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। এ বিষয়ে ভান্ডারিয়া সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মাহবুব আলম বলেন, ভান্ডারিয়া পরীক্ষা কেন্দ্রের ব্যপারে উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আবেদন করা হয়েছে।
Leave a Reply