মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫, ০১:৩০ পূর্বাহ্ন
অনলাইন ডেস্ক: পবিত্র ঈদ-উল-আজহা উপলক্ষে চারটি রুটে নিয়মিত ফ্লাইটের পাশাপাশি অতিরিক্ত ফ্লাইট পরিচালনার ঘোষণা দিয়েছে দেশের অন্যতম বেসরকারি বিমান সংস্থা নভোএয়ার। এছাড়া ঈদের আগে ঢাকামূখী যাত্রীদের জন্য বিশেষ ছাড়ের ঘোষণা দিয়েছে সংস্থাটি।
সোমবার (২৯ জুলাই) গণমাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তিতে জানানো হয়, যাত্রী চাহিদার প্রেক্ষিতে নভোএয়ার সৈয়দপুর রুটে নিয়মিত ফ্লাইটের পাশাপাশি ৮ আগস্ট থেকে ১১ আগস্ট পর্যন্ত প্রতিদিন অতিরিক্ত ২টি ফ্লাইট, যশোর ও রাজশাহী রুটে ৮ আগস্ট থেকে ১১ আগস্ট নিয়মিত ফ্লাইটের পাশাপাশি প্রতিদিন অতিরিক্ত ১টি করে ফ্লাইট পরিচালনা করবে। এছাড়া ৯ আগস্ট থেকে ১১ আগস্ট বরিশাল রুটে নিয়মিত ফ্লাইটের পাশাপাশি প্রতিদিন অতিরিক্ত ১টি করে ফ্লাইট পরিচালনা করবে নভোএয়ার।
বর্তমানে নভোএয়ার ঢাকা থেকে প্রতিদিন যশোর ৫ টি, চট্টগ্রাম ৫ টি, কক্সবাজার ৫ টি, সৈয়দপুর ৫ টি, সিলেট ২ টি, বরিশাল, রাজশাহী ও কলকাতায় ১ টি করে ফ্লাইট পরিচালনা করছে।এদিকে ৬ আগস্ট থেকে ১২ আগস্ট পর্যন্ত যশোর, সৈয়দপুর, বরিশাল ও রাজশাহী থেকে ঢাকামুখী সম্মানিত যাত্রীরা ভ্রমণ করতে পারবেন সর্বনিম্ন মাত্র ২০১৯ টাকায়।
বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করুন: ১৩৬০৩ অথবা ভিজিট করুন www.flynovoair.com.
Leave a Reply