বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪, ০১:৫৫ অপরাহ্ন
মির্জাগঞ্জ প্রতিনিধি॥ পটুয়াখালীর মির্জাগঞ্জে যুদ্ধকালীন শান্তি কমিটির সভাপতির ব্যক্তিগত সহকারী মো. ওয়াজেদ আলী হাওলাদারের নাম মুক্তিযোদ্ধার তালিকা হতে প্রত্যাহারের দাবি জানানো হয়েছে।
বুধবার (২৬ আগস্ট) মির্জাগঞ্জ উপজেলার জনগণের পক্ষে উপজেলা চেয়ারম্যান, উপজেলা ভাইস- চেয়ারম্যান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, ৪ জন ইউপি চেয়ারম্যানসহ ১৭ জনের স্বাক্ষরিত একটি অভিযোগ উপজেলা নির্বাহী অফিসারের কাছে জমা দেন মির্জাগঞ্জ উপজেলার সাবেক কমান্ডার ও উপজেলা মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই কমিটির সভাপতি আব্দুল আজিজ মল্লিক।
অভিযোগে জানা যায়, মো. ওয়াজেদ আলী হাওলাদার একজন নামধারী মুক্তিযোদ্ধা। প্রকৃতপক্ষে তিনি কোনো মুক্তিযোদ্ধা নন। তিনি যুদ্ধকালীন আমড়াগাছিয়া ইউনিয়নের চেয়ারম্যান ও মির্জাগঞ্জ থানার শান্তি কমিটির সভাপতি আজহার উদ্দীন খানের ব্যক্তিগত সহকারী ছিলেন।
ওই সময়ে উপজেলার সুবিদখালী বাজারের শ্রী গৌরী কুন্ডের দোকান ও বসত ঘর দখল করে রাজাকারদের অফিস বানিয়ে কার্যক্রম পরিচালনা করত।
যুদ্ধপরবর্তী সময়ে সুকৌশলে পাকিস্তানিদের নির্যাতনের শিকার পঙ্গু ও স্মৃতিশক্তিবিহীন যুদ্ধকালীন কমান্ডার আলতাফ হায়দারের স্বাক্ষর নিয়ে তিনি মুক্তিযোদ্ধাদের তালিকায় তার নাম অন্তর্ভুক্ত করেন। বছর দুই আগে আলতাফ হায়দার তার স্মৃতিশক্তি ফিরে পেয়ে পটুয়াখালী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এফিডেভিট করে ওয়াজেদ হাওলাদারের অপকর্মের কথা জানান।
এসব অভিযোগ অস্বীকার করে অভিযুক্ত মো. ওয়াজেদ আলী হাওলাদার নিজেকে প্রকৃত মুক্তিযোদ্ধা দাবি করে বলেন, এটা হচ্ছে ব্যক্তিগত আক্রোশ। দীর্ঘদিন যাবত একটি মহল আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করে আসছে।
Leave a Reply