বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ০৬:২৩ অপরাহ্ন
তানজিল জামান জয়,কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি।। পটুয়াখালীর কলাপাড়ায় শারদীয় দূর্গোৎসব উপলক্ষ্যে ১৭টি পুজামন্ডপে প্রতিমা তৈরীর কাজ চলছে। ইতোমধ্যে স্থানীয় এবং দেশের অন্যান্য স্থান থেকে আগত মৃত্তিকা শিল্পিরা কেউবা এক মাটির কোন কোন মন্ডপে আবার দু’মাটির কাজ সম্পন্ন করেছেন।
আগামী ৪ অক্টোবর থেকে ৬ষ্ঠী পুজার মধ্য দিয়ে শারদীয় দূর্গোৎসবের শুরু এবং ৮ অক্টোবর দেবী বির্সজনের মধ্য দিয়ে পুজার সমাপ্তি। পঞ্জিকা তথ্য মতে, এ বছর দূর্গার ঘোটকে আগমন এবং ঘোটকেই গমন। ফল ছত্রভঙ্গ উল্লেখ করা হয়েছে।
উপজেলায় ১৭ টি মন্ডপের মধ্যে কলাপাড়া পৌরশহরে চারটি মন্ডপ। বাকী ১৩টি মন্ডপ কুয়াকাটা পৌরশহরসহ উপজেলার বিভিন্ন স্থানে।
কলাপাড়া পৌরসভার চারটি মন্ডপ হলো জগন্নাথ আখড়ানাট সার্বজনীন পূজামন্ডপ, চিংগড়িয়া সার্বজনীন দূর্গামন্ডপ, চিংগড়িয়া সার্বজনীন সবুজ সংঘ ,বাদুরতলী সার্বজনীন দুর্গামন্ডপ।
এছাড়া অন্য মন্ডপ গুলো হলো কুয়াকাটা সার্বজনীন দূর্গাপুজা মন্ডপ,কুয়াকাটা রাধা গোবিন্দ পুজা মন্ডপ, চাকামইয়া শান্তিপুর সার্বজনীন দূর্গা পুজা মন্ডপ, মহিপুর সার্বজনীন দূর্গাপুজা মন্ডপ, মনোহরপুর সার্বজনীন দূর্গা পুজা মন্ডপ, শ্রীশ্রী, হরিগুরু বিপিনচাঁদ সেবাশ্রম পুজা মন্ডপ, পূর্বমনোহরপুর রাধা গোবিন্দ পুজা মন্ডপ, চম্পাপুর মাছুয়াখালী সার্বজনীন পুজা মন্ডপ, ধানখালী সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠ পুজা মন্ডপ, ধানখালী শিলপাড়া সার্বজনীন পুজা মন্ডপ, পাখিপাড়া সার্বজনীন দূর্গা পুজা মন্ডপ, আলীপুর সার্বজনীন পুজা মন্ডপ, মম্বিপাড়া নিরঞ্জন শীলের বাড়ী সার্বজনীন দুর্গা পুজা মন্ডপ।
Leave a Reply