শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০২:১১ পূর্বাহ্ন
পিরোজপুর প্রতিনিধি :
পিরোজপুরের নাজিরপুরে অজ্ঞাত রোগে স্কুল শিক্ষিকা সহ একই বিদ্যালয়ের ৮ শিক্ষার্থী গুরুতর অসুস্থ হয়ে পড়েছে। ঘটনাটি ঘটেছে গতকাল মঙ্গলবার উপজেলা সদরের মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ে। জানা গেছে, ওই দিন হঠাৎ শ্রেণী কক্ষে বসে ওই বিদ্যালয়ের দ্বিতীয় ও তৃতীয় শ্রেণীর ৭ শিক্ষার্থী এ অসুস্থ হয়ে পড়ে। ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা আরমান আরা মলি জানান, ওই দিন সকাল ১১টার দিকে ক্লাস চলাকালীন সময়ে বিদ্যালয়ের টিন শেট ভবনে থাকা দ্বিতীয় শ্রেণীর ছাত্র শান্ত ফরাজী হঠাৎ অসুস্থ হয়ে পড়ে। এর কিছু সময় পড় ওই একই শ্রেণীর ছাত্র জিসান, মৌনজ ও মেধা আক্তার অসুস্থ হয়ে পড়ে যায়। এ ঘটানর ১৫-২০ মিনিট পড় একই ভবনে চলা তৃতীয় শ্রেণীর ছাত্রী হাবিবা আক্তার, লুবাইয়া আক্তার ও প্রান্তি অসুস্থ হয়ে পড়ে ।
তিনি জানান, অতিরিক্ত ঘরমে এ সব শিক্ষার্থীরা অসুস্থ হয়ে পড়লে তাদের অভিভাবকদের ফোন করে এনে বাড়িতে পাঠিয়ে দেয়া হয়েছে। ওই বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা শারমিন সুলতানা জানান, ওই ভবনে কোন বৈদ্যুতিক পাখা না থাকায় শ্রেণী কক্ষে গিয়ে তিনিও অসুস্থ হয়ে পড়ে ছিলেন। তবে পড়ে মাথায় পানি দিয়ে কিছুটা স্বস্থিতে ফিরছেন তিনি। বিদ্যালয়রে প্রধান শিক্ষিকা জানান, গত ঈদের ছুটিতে ওই সব শ্রেণীকক্ষ থেকে চোরে ১টি পাখা নিয়ে যায় ও ৫টি পাখা দুমড়ে মুচরে অকেজ করে রেখেছে। এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. শোভন রায় চৌধুরী বলেন, এটি মাস হিষ্টরিয়া রোগ। একজনের দেখাদেখি অন্যজনও এতে আক্রান্ত হয়। এ ব্যাপারে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শিকদার মো. আতিকুর রহমান জুয়েল জানান, এ ঘটনার পরে সেখানে ওই ক্লাষ্টারের দায়িত্বে থাকা উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা অদ্বিতি বিশ্বাসকে পাঠানো হয়েছে।
Leave a Reply