বৃহস্পতিবার, ০৯ জানুয়ারী ২০২৫, ০৩:৪০ পূর্বাহ্ন
ভয়েস অব বরিশাল ডেস্ক॥ গত ২৪ ঘণ্টায় দেশে নতুন শনাক্ত হয়েছে ৩০৯ জন। এ নিয়ে মোট শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৪,৯৯৮ জনে। যা গতকালের (শুক্রবার, ২৪ এপ্রিল) তুলনায় ১৯৪ জন কম। গত ২৪ ঘণ্টা কোভিডে আক্রান্ত হয়ে মারা গেছে আরও ৯ জন। এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৪০ জনে। শুক্রবার (২৪ এপ্রিল) মারা যান ৪ জন।
শনিবার (২৫ এপ্রিল) কোভিড-১৯ সংক্রান্ত নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে এ তথ্য তুলে ধরেন স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।
গত ২৪ ঘণ্টায় ২১ টি কেন্দ্র থেকে নমুনা সংগ্রহ করা হয়েছে ৩, ৪২২ টি।
করোনায় বিশ্বজুড়ে মৃতের সংখ্যা ছাড়িয়েছে ১ লাখ ৯৫ হাজার। আক্রান্ত প্রায় ২৮ লাখ। সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ৭ লাখ ৮১ হাজারের বেশি মানুষ।
যুক্তরাষ্ট্রে প্রাণহানি ৫১ হাজার ছাড়িয়েছে। দেশটির ফুড অ্যান্ড ড্রাগ এজেন্সি বাড়িতে করোনা পরীক্ষার অনুমতি দিয়েছে। যুক্তরাজ্যে বিধি নিষেধ না মানায় এখন পর্যন্ত ৪ হাজারের বেশি মানুষকে গ্রেফতার করেছে লন্ডন পুলিশ।
ফ্রান্সে ২৪ ঘন্টায় ৩৮৯, ইতালিতে ৪২০ এবং যুক্তরাজ্যে মারা গেছেন ৭৬৮ জন। ইতালিতে মারা গেছেন অন্তত দেড়শ চিকিৎসক। প্রতিবেশি দেশ ভারতের মৃতের সংখা ৭৮০। আক্রান্ত ২৪ হাজারের বেশি। পাকিস্তানে প্রাণহানি ছাড়িয়েছে আড়াইশো।
Leave a Reply