শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ০৯:৩৭ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার ॥
বরিশাল নগরীতে পূর্ব শত্রুতার জের ধরে এক বিড়ি শ্রমিককে ইট দিয়ে পিটিয়ে থেতলে দিয়েছে সন্ত্রাসীরা। আহতের নাম আব্দুর রাজ্জাক (৪৫)। তিনি বরিশাল নগরের ১নং ওয়ার্ডের বিসিক খাল পাড় এলাকার আব্দুর রহিম সিকদারের পুত্র। আহত সুত্রে জানাগেছে পূর্ব শত্রুতার জের ধরে আব্দুর রাজ্জাকের বোনের ছেলে সোহাগ আজ দুপুর তিনটার দিকে ইট দিয়ে পিটিয়ে তার মাথায় ও হাতে গুরুত্বর আহত করে।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বরিশাল শের ই বাংলা মেডেকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। ঘটনার সময় আব্দুর রাজ্জাক এর বোন তাছলিমা বেগম, তার স্বামী রিপন, ছেলে সোহাড়, মেয়ে তন্নী উপস্থিত থিকে তাকে ইট দিয়ে আঘাত করে। এতে আব্দুর রাজ্জাক গুরুত্বর আহত হয়ে পরে। এঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানাগেছে।
Leave a Reply