রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০৭:৪৩ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক: বরিশালে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য মজুদ রাখার অপরাধে গুড়ের আড়ৎ সহ ৩টি ব্যবসায়ীক প্রতিষ্ঠানকে মোবাইল কোর্টের মাধ্যমে ৪৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে।শনিবার (১১ মে) বিকাল সাড়ে ৫টায় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মনীষা আহমেদ নগরীর কলাপট্টি ও হাটখোলা এলাকায় এ মোবাইল কোর্ট পরিচালনা করেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মনীষা আহমেদ বলেন, জেলা প্রশাসক এর নির্দেশে হাটখোলায় মোবাইল কোর্ট পরিচালনা করে মেসার্স নিউ আলম ব্রাদার্স ও মেসার্স শ্রীকৃষ্ণ ভান্ডার নামক গুড়ের আড়তে ২০ হাজার টাকা করে ৪০ হাজার ও কলাপট্টির পাইপ আইসক্রিমের গোডাউনের শফিকুল ইসলামকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য দ্রব্য মজুদ রাখার অপরাধে নিরাপদ খাদ্য দ্রব্য নিশ্চিত করনের লক্ষ্যে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ওই তিনজনকে জরিমানা করা হয়েছে।
অভিযানকালে বরিশাল সিটি কর্পোরেশনের স্যানিটারি ইন্সপেক্টর সৈয়দ এনামুল হক ও র্যাব-৮ এর একটি টিম মোবাইল কোর্টে সহযোগিতা করেন। জেলা প্রশাসনের এই অভিযান অব্যাহত থাকবে ব
Leave a Reply