মঙ্গলবার, ০৮ এপ্রিল ২০২৫, ০৪:৫২ অপরাহ্ন
দশমিনা প্রতিনিধি ॥
পটুয়াখালী দশমিনায় ৪র্থ জাতীয় উন্নয়ন মেলা শুরু হয় গতকাল বৃহস্পতিবার ৪ অক্টোবর থেকে ৬ অক্টোবর পর্যন্ত তিন দিন সারাদেশের ন্যায় এই উন্নয়ন মেলা চলবে। যার উদ্বোধন করেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গণভবন থেকে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে এই শুভ উদ্বোধন করেন। সারাদেশে জেলায় উপজেলায় এই উন্নয়ন মেলার আয়োজন করা হয়েছে।
এতে উপজেলার উন্নয়ন কার্যক্রমের ডিসপেন্ড যেমন থাকবে তার সাথে আয়োজন থাকবে প্রতিটি এলাকার নিজস্ব ঐতিহ্য ও সংস্কৃতির। আবহমান বাংলার শিল্প সংস্কৃতিও তুলে ধরা হবে এসব উন্নয়ন মেলার আয়োজনে । এরই মধ্যে আয়োজন সম্পন্ন করেছে সংশি¬ষ্ট উপজেলায়। বর্তমান সরকারের উন্নয়ন কর্মকা-গুলো সাধারনের মাঝে পরিচিত করে তুলতেই এই উদ্যোগ। এবার বসছে উন্নয়ন মেলার ৪র্থ আসর। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলায় এই উন্নয়ন মেলার আয়োজন ও তত্ত্বাবধান করা হচ্ছে।
Leave a Reply