মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫, ১২:০৬ পূর্বাহ্ন
ভয়েস অব বরিশাল ডেস্ক॥ চট্টগ্রামের সন্দ্বীপে তাবিজের কথা বলে কৌশলে নগ্ন ছবি হাতিয়ে নিয়ে দুই বোনকে ধর্ষণের অভিযোগে শিপন নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। শনিবার রাতে উপজেলার কালাপানিয়া ইউপির ৪ নম্বর ওয়ার্ড এলাকা থেকে তাকে আটক করা হয়।
ভুক্তভোগী বড় বোন বলেন, আমার ছোট বোনের বিয়ে না হওয়ায় তাকে তাবিজ করা প্রয়োজন বলে জানান শিপন। তার কথায় রাজি হলে একপর্যায়ে আমার বোনের নগ্ন ছবি চান তিনি। ছবি না দিলে তাবিজ করা যাবে না বলেও সাফ জানিয়ে দেন আমাদের। আমরা প্রথমে রাজি না হলেও পরবর্তীতে দিতে বাধ্য হই। পরে সেই ছবি ইন্টারনেটে ছড়িয়ে দেয়ার ভয় দেখিয়ে আমাদের দুই বোনকে ধর্ষণ করেন তিনি। বর্তমানে আমার ছোট বোন তিন মাসের অন্তঃসত্ত্বা।
সন্দ্বীপ থানার ওসি মো. বশির আহমেদ খান বলেন, অভিযোগ পেয়ে শিপনকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
Leave a Reply