শুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫, ০৯:৫১ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার ॥ দাবিকৃত চাঁদার টাকা না পেয়ে গাছ ব্যবসায়ী মো. জাকির হোসেন খান (৪৫) কে জবাই করে হত্যার চেষ্টা চালিয়েছে দুর্বৃত্তরা। বুধবার (২৬ মার্চ) দুপুর ১ টায় বাকেরগঞ্জ উপজেলার দূর্গাপাশা ইউনিয়নের রাজাকান্দা গ্রামের মতলেব গাজীর দোকানের সামনে প্রকাশ্যে এ ঘটনা ঘটে। ঘটনার পরই স্থানীয়রা আশংকাজনক অবস্থায় আহতকে বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি করেছে। আহত জাকির ওই ইউনিয়নের উত্তর গোবিন্দপুর গ্রামের মৃত. করম আলী খানের ছেলে।
আহত জাকির বলেন, গ্রামে গাছ ক্রয়-বিক্রয় করে সংসার পরিচালনা করে আসছেন। গত ৫ আগস্টের পর থেকে দূর্গাপাশা ইউনিয়নের ৫ নং ওয়ার্ড ইউপি সদস্য মো. কালাম হাওলাদার (৪৫) আমার কাছে ৫০ হাজার টাকা চাঁদা চেয়ে আসছে। চলাচলের পথে প্রায় সময়ই ওই চাঁদার টাকার তাগিদ দিতেন।
বিষয়টি দুই পরিবারের মধ্যে জানাজানি হয় এবং তর্ক বির্তকের সৃষ্টি হয়। ঘটনার দিন পূর্ব পরিকল্পিতভাবে ওত পেতে থাকে মোসলেম গং। ঘটনার পূর্ব মুহূর্তে গাছ ব্যবসায়ী জাকির তার লেবারের জন্য রুটি,কলা চা ও বিস্কিট আনতে পার্শ্ববর্তী মতলেবের দোকানে যায়।
তখন জাকির কে একা পেয়ে রাজাকান্দা গ্রামের মো. মোসলেম হাওলাদার ও তার ৫ পুত্র মিলে প্রকাশ্যে জবাই করে হত্যার চেষ্টা চালায়। মোসলেমের ৫ পুত্র হলেন- মেম্বার কালাম, মো কামাল হাওলাদার, মো. নান্নু হাওলাদার, মো. মিজানুর হাওলাদার ও মো. সোহেল হাওলাদার। আহত পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্ততি চলছে বলে জানান।
দূর্গাপাশা ইউনিয়নের ৫ নং ওয়ার্ড ইউপি সদস্য মো. কালাম হাওলাদার বলেন, ঘটনার সময় এলাকার বাহিরে ছিলেন তিনি। এলাকায় থাকলে এমন ঘটনা ঘটতো না। আর দাবিকৃত চাঁদার বিষয়টি সত্য নয়। তবে তার বয়স্ক পিতা দিয়ে জাকিরের গলায় চাকু দিয়ে আঘাত করেছেন। আহতর খোঁজ খবর নিচ্ছি এবং বিষয়টি সমাধানের চেষ্টা করছি।
Leave a Reply