শুক্রবার, ০৪ জুলাই ২০২৫, ১১:৫৯ অপরাহ্ন
গৌরনদী প্রতিনিধি॥ বরিশালের গৌরনদী পৌরসভাসহ ৭টি ইউনিয়নে কেন্দ্রীয় জামে মসজিদে ও থ্রি-হুইলার চালকদের মাঝে বিএনপি নেতার পক্ষে গত দুই দিন ব্যাপী করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধক সামগ্রী বিতরণ করা হয়েছে।
বরিশাল-১ আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় কমিটির সাবেক তথ্য গবেষনা সম্পাদক এম জহির উদ্দিন স্বপনের পক্ষে বিএনপি নেতা সমাজ সেবক ও বিশিষ্ট গার্মেন্টস ব্যবসায়ী এইচএম রফিকুল ইসলাম শহীনের সৌজন্যে স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এ সব সামগ্রী বিতরণ করেন।
এ ছাড়া বৃহস্পতিবার গৌরনদী রিপোর্টাস ইউনিটি ও অনলাই নিউজ পোর্টাল গৌরনদী টুয়ার্ন্টি ফোর ডটকমকে কম্পপিউটার প্রদান করেন। এ সময় অন্যান্য দের মধ্যে উপস্থিত ছিলেন গৌরনদী উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক বদিউজ্জামান মিন্টু, বিএনপি নেতা হারুন অর রশিদ, মোক্তার হোসেন সরদার, চুন্নু সরদার, রাজিব হোসেন খান, উপজেলা ছাত্রদলের আহবায়ক রিয়াজ ভুইয়া, সরকারি গৌরনদী করেজে ছাত্রদলের অহবায়ক সোহানুর রহমান, যুগ্ম আহবায়ক জসিম শরীফ, যুবদল নেতা আব্দুল মান্নান, ছাত্রদল নেতা সাদ্দাম হোসেন, মোঃ চুন্নু, বাদল, নাভিল, ইমরান, রাসেল মামুন, ফারুক, রফিকুল ইসলাম সরদার, সায়েদুল হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ।
বিএনপি নেতা এইচএম রফিকুল ইসলাম শহীন জানান, ইতোমধ্যে গৌরনদীতে করোনাভাইরাসে কর্মহীন অসহায়, দুঃস্থ তিন শতাধিক পরিবারকে খাদ্য সহায়তা প্রদান করা হয়। খাদ্য সহায়তা ও সংক্রমণ প্রতিরোধক সামগ্রী বিতরণ অব্যাহত রাখবেন বলেও তিনি জানান।
Leave a Reply