শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ০৭:০৪ অপরাহ্ন
গৌরনদী প্রতিনিধি ॥
গৌরনদী উপজেলা প্রশাসনের উদ্যোগে বেসরকারি স্বেচ্ছাসেবী সংগঠন আভাসের সহায়তায় আজ বুধবার উপজেলা পরিষদ মিলনায়তনে “বালবিবাহ নিরোধ আইন ২০১৭ বাস্তবায়নে ও গনসচেতনা বৃদ্ধির লক্ষে কর্মশালা” অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খালেদা নাসরিনের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় বাল্য বিবাহ নিরোধ আইন ২০১৭র তুলে ধরে তা বাস্তবায়নে করনীয় সম্পর্কে উপস্থাপন করেন আভাসের সমন্বয়কারী সঞ্জয় বিশ্বাস।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা মহিলা ভাইসচেয়ারম্যান আইনজীবি সাহিদা আক্তার, গৌরনদী বিআরডিবির সাবেক চেয়ারম্যান সিনিয়র সাংবাদিক জহুরুল ইসলাম জহির, সরিকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ ফারুক হোসেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা খালেদা খানম, সমাজ সেবা কর্মকর্তা মো. আবুল কালাম, উপজেলা শিক্ষা অফিসার মোঃ ফয়সাল জামিল, মাধ্যমিক শিক্ষা অফিসার লিটু চ্যাটার্জি, গৌরনদী মডেল থানার এসআই মোঃ সফিকুর রহমান, গৌরনদী রিপোটার্স ইউনিটির সাধারন সম্পাদক বিএম বেলাল, সংবাদ সপ্তাহর সম্পাদক কাজী আল আমিন, দেশ বাংলা হিউম্যান ডেভলপমেন্ট অর্গানাইজেশনের নির্বাহী পরিচালক লোকমান হোসেন রাজু ।
বক্তব্য রাখেন আভাসের প্রোগ্রাম অফিসার প্রদীপ কুমার দাস, ম্যারেজ রেজিষ্টার মাওলানা মোঃ জালাল উদ্দিন, মাওলানা আজিজুল হক প্রমূখ । অনুষ্ঠানে ইমাম, পুরোহিত, নিকাহ রেজিষ্টার, সরকারি কর্মকর্তা, আইন প্রয়োগকারী সংস্থার প্রতিনিধি ও সাংবাদিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
Leave a Reply