মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫, ০৬:২৪ অপরাহ্ন
অনলাইন ডেস্ক: কোরবানির পশু জবাই করতে গিয়ে কসাইয়ের হাত থেকে ছুরি ছুটে পেটে ছুরি ঢুকে মৌমিতা আক্তার (৯) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।সোমবার (১২ আগস্ট) সকালে মাদারীপুর সদর উপজেলার দুধখালী এলাকায় এ ঘটনা ঘটে।মৌমিতা উত্তর দুধখালী বড়কান্দি গ্রামের আনোয়ার বেপারীর মেয়ে। সে দুধখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্রী ছিল।
স্থানীয়রা জানায়, সকালে বাড়ির লোকজন উঠানে কোরবানির গরু জবাই করতে শুরু করে। এ সময় কয়েকজন শিশু দাঁড়িয়ে তা দেখছিল। একপর্যায়ে গরু নাড়াচাড়া করলে কসাইয়ের হাতে থাকা ছুরি ছুটে গিয়ে মৌমিতার পেটে ঢুকে যায়। সঙ্গে সঙ্গে মাটিয়ে পড়ে যায় মৌমিতা। পরে বাড়ির লোকজন তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে গেলে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
বিষয়টি নিশ্চিত করেছেন, সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) শশাঙ্ক ঘোষ।তিনি বলেন, কোরবানির পশু জবাই করার সময় অসাবধানতাবসত শিশুটির পেটে ছুরি ঢুকে গেছে জানতে পেরেছি। তবে শিশুটিকে হাসপাতালে আনার আগে তার মৃত্যু হয়েছে।
Leave a Reply