রবিবার, ০৩ নভেম্বর ২০২৪, ০৪:২৯ অপরাহ্ন
ডেস্ক রিপোর্ট ॥ বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. নাহিদ ইসলাম শনিবার (২ নভেম্বর) গণভবনকে ‘জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘরে’ রূপান্তর করার জন্য একটি বিশেষ কমিটি ঘোষণা করেছেন। এ উপলক্ষে গণভবনের গেটে এক প্রেস ব্রিফিংয়ে বিস্তারিত তুলে ধরা হয়।
কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন ড. এবাদুর রহমান, যিনি একজন কিউরেটর, শিক্ষক, লেখক ও চলচ্চিত্র নির্মাতা। যুগ্ম আহ্বায়ক হিসেবে থাকবেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মো. মাহফুজ আলম। কমিটির অন্যান্য সদস্যদের মধ্যে রয়েছেন লেখক ও মানবাধিকারকর্মী মুসতাইন বিল্লাহ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের শিক্ষক জাহিদ সবুজ, জাতীয় বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের শিক্ষক ড. নুরুল মোমেন ভূঁইয়া, এবং আরও অনেকে।
নাহিদ ইসলাম বলেন, গত ১৬ বছরে বাংলাদেশে ঘটে যাওয়া নিপীড়নের স্মৃতিচিহ্নগুলোর সংরক্ষণ করা হবে এই জাদুঘরে। এর পাশাপাশি ছাত্র-জনতার বিজয়ের স্মৃতিচিহ্নও এখানে থাকবে। তিনি উল্লেখ করেন, এই জাদুঘরে ‘আয়নাঘরের’ একটি রেপ্লিকা তৈরির পরিকল্পনাও রয়েছে।
তিনি আশা প্রকাশ করেন যে, এই জাদুঘরটি গবেষণার ক্ষেত্র হিসেবেও কাজ করবে। মাহফুজ আলম বলেন, গণভবনে প্রবেশ করে জনগণ যে ফ্যাসিবাদী সরকারের বিরুদ্ধে বিজয়ী হয়েছে, তা স্মরণে রাখা হবে।
কমিটি ঘোষণার মাধ্যমে গণভবনের অতীতের দুঃখ-যাতনার চিত্র এবং জনগণের বিজয়ের স্মৃতিগুলি সংরক্ষণের জন্য এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
Leave a Reply