শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ১০:০৮ পূর্বাহ্ন
আরিফ বিল্লাহ নাছিম, কলাপাড়া (কুয়াকাটা) প্রতিনিধি ॥
কুয়াকাটা-কলাপাড়া মহাসড়কে যাত্রীবাহী বাসের ধাক্কায় মটর সাইকেলের আরোহী ও পথচারিসহ ৬জন গুরুতর আহত হয়েছে। কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের গুটাবাছা এলাকায় সেভেন স্টার নামক যাত্রীবাহী বাসের ধাক্কায় রবিবার সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে দুর্ঘটনা ঘটে।
গুরুতর আহত হয়েছেন, বাদল (৩৮), হাফিজ (৩০), সোহেল হাওলাদার (৩০), হাসান মিয়া (২০), দুলাল (৪০), জাকির ফরাজী (৪০)। আহতদের স্থানীয়রা উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে ভর্তি করেন। এর মধ্যে আশংকাজনক অবস্থায় বাদল, সোহেল হাওলাদার, জাকির ফরাজীকে তৎক্ষনিক বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছেন হাসপাতাল সূত্রে জানা গেছে।
স্থানীয়রা জানিয়েছে, কুয়াকাটা থেকে ছেড়ে যাওয়া দ্রুতগামী সেভেন স্টার পরিবহনটি গুটাবাছা নামক স্থানে পৌঁছলে মটর সাইকেলটিকে পিছন থেকে ধাক্কা দেয়। বাসের ধাক্কায় মটরসাইকেলটি ছিটকে রাস্তার পাশের বসে থাকা পথচারিদের উপর পরে। এতে মটরসাইকেলের তিন আরোহী ও তিন পথচারি গুরুতর জখম হয়।
কলাপাড়া হাসপাতালে চিকিৎসক ডাঃ জে এইচ লেলিন বলেন, আহতদের হাসপাতালে নিয়ে আসলে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। উন্নত চিকিৎসার জন্য তিনজনকে বরিশালে রেফার করা হয়েছে। বাকী তিনজন হাসপাতালে ভর্তি আছে।
কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আলী আহম্মেদ জানান, দুর্ঘটনার খবর শুনে পুলিশ পাঠানো হয়েছে।
Leave a Reply