মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫, ০৩:২৫ অপরাহ্ন
মোঃ মাসুদ সরদার গৌরনদী প্রতিনিধি //বরিশালের গৌরনদী উপজেলার নন্দন পট্টির স্থায়ী বাসিন্দা হাসনাত ঘরামী। দীর্ঘদিন থেকে দেশের শীর্ষস্থানীয় ইংরেজি দৈনিক ‘দি বাংলাদেশ টুডে’র অফিস সহকারী হিসেবে কর্মরত আছেন ৪০ বছর বয়সী হাসনাত; যার ফলে ঢাকাতেই বসবাস করছেন তিনি। এই উপার্জনেই চলে স্ত্রী আর ৪ ও ৬ বছর বয়সী দুই ছেলে-মেয়ে নিয়ে তার পরিবার।
এমনিতেই অল্প আয়ে অনেক কষ্টেই চলছিল তার সংসার, তার ওপর দানা বেঁধেছে আরেক মহাবিপদ! দীর্ঘদিনের শারীরিক অসুস্থতার কারণ পরীক্ষা করতে গিয়ে জানতে পারেন তার দু’টি কিডনিই অকেজো হয়েছে! এমন অবস্থায় বাঁচার উপায় দু’টি – নতুন কিডনি সংযোজন অথবা নিয়মিত ডায়ালাইসিস করানো; যার উভয়েই অনেক ব্যয়বহুল।
নতুন কিডনি প্রতিস্থাপনে এককালীন অনেক টাকার প্রয়োজন হয়। পরিবার, নিকটাত্মীয় এবং দি বাংলাদেশ টুডে পত্রিকার সহযোগীতায় কয়েক মাস থেকে তিনি ডায়ালাইসিস করে আসলেও এখন সেটাও আর সম্ভব হচ্ছে না। দিনে দিনে তার রোগ যেমন গুরুতর হচ্ছে, তেমনি পরিবারের অবস্থা হচ্ছে করুণ।
সারাদিন প্রাইভেট হাসপাতালের সাদা চাদরে মোড়ানো বিছানায় শুয়ে থাকলেও দুশ্চিন্তার কালো মেঘে ছেয়ে আছে তার মন। মনে হয়তঃ হাজারো প্রশ্ন উঁকি দেয় তার – ছেলেমেয়ের আঙ্গুল ধরে স্কুলে দিয়ে আসা হবে কি না, আর কখনো বলা হবে কি না- তোমরা কোনো চিন্তা করো না, আমি আছি তো! হাসনাতের স্ত্রী মুখে কিছু না বললেও তার অশ্রুসজল চোঁখ বলে দিলো অনেক কিছুই।
সব মিলিয়ে এই সময়ে হাসনাত এবং তার পরিবারের একমাত্র অবলম্বন দেশের সাধারণ মানুষ থেকে উঁচু শ্রেণীর বিত্তবানরা, যাদের একটুখানি সদয় দৃষ্টিই পারে তার পরিবারের হাসি ফিরিয়ে দিতে। তাই হাসনাতের জীবন বাঁচাতে, তার পরিবারের সাথে ‘দি বাংলাদেশ টুডে’ পরিবারও দেশের সব শ্রেণী-পেশার মানুষের কাছে আবেদন জানাচ্ছে, আপনারা এগিয়ে আসুন, আপনার একটু চেষ্টায় পারে একটি জীবন বাঁচাতে, আপনারাই পারেন হাসনাতকে তার আগের স্বাভাবিক জীবন ফিরিয়ে দিতে।
হাসনাতকে আর্থিক সহায়তা পাঠাতে পারেন বিকাশে (০১৯৫০৫৫৫১১১) অথবা ব্যাংক অ্যাকাউন্টে (দি বাংলাদেশ টুডে, চলতি হিসাব নম্বর: ১৪০১৪২৪০৩২০০১, দি সিটি ব্যাংক লি., কারওয়ান বাজার শাখা) বা নগদ অর্থ পৌঁছে দিতে পারেন সরাসরি আমাদের অফিসে।
যোগাযোগ:
দি বাংলাদেশ টুডে
৬৯/কে, কে কে ভবন (লেভেল-০৪)
পান্থপথ, ঢাকা-১২০৫।
ফোন: +৮৮০২৯৬১১৮৮৪
Leave a Reply