শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ১০:৫৮ অপরাহ্ন
ভয়েস অব বরিশাল ॥
পটুয়াখালীর কলাপাড়া পৌরশহরে চুরি আতঙ্কে দিন কাটছে পৌরবাসীর। শহরে দিনে রাতে একাধিক চুরি সংঘটিত হলেও থানা পুলিশ এসকল ঘটনার সাথে জড়িত কোন চোরকে গ্রেফতার কিংবা চোরাই মাল উদ্ধার করতে পারেনি পুলিশ। এমনকি প্রকাশ্য দিবালোকে কলাপাড়া সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট’র বাসা চুরি হলেও কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। সম্প্রতি স্থানীয়রা শহরের নাচনাপাড়া এলাকার এক চিহ্নিত চোর মনির কে চোরাই স্বর্ন, নগদ ১৩,৫০০ টাকা, ৩০০ চাবি এবং চুরি করার সরঞ্জামাদি সহ আটক করে থানা পুলিশে সোপর্দ করার পর আদালত থেকে দু’দিনের রিমান্ড পেয়েও রহস্যজনক কারনে কোন তথ্য উদ্ধার করতে পারেনি পুলিশ।
এদিকে বুধবার রাতে পৌরশহরের নতুন বাজার এলাকার সেন মেডিকেল হল এবং আলফা গিফট কর্নার নামের ব্যবসা প্রতিষ্ঠান দু’টির সার্টারের তালা ভেঙ্গে চুরির ঘটনা ঘটে। এর আগে অনামিক বিজনেস সেন্টার, এতিমখানা এলাকার ডা: আমিনুল’র বাসা, সাংবাদিক গোফরান পলাশ’র বাসা সহ কলাপাড়া সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট’র বাসা চুরি হলেও কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। এছাড়াও পৌরশহরের বিভিন্ন বাসা-বাড়ী ও ব্যবসা প্রতিষ্ঠানে চুরির ঘটনা ঘটায় সংঘবদ্ধ এ চোর চক্র।
এতে ব্যবসায়ীদের মধ্যে চুরি আতঙ্ক দেখা দিয়েছে। এ ব্যাপারে কলাপাড়া থানার ওসি মো. মনিরুল ইসলামের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও মুঠো ফোনে সংযোগ প্রতিস্থাপন না হওয়ায় তার বক্তব্য জানা যায়নি।
Leave a Reply