মঙ্গলবার, ২৯ অক্টোবর ২০২৪, ০৯:৪৩ অপরাহ্ন
অনলাইন ডেস্ক:বরিশালের বাকেরগঞ্জ উপজেলার গোপালপুর সংলগ্ন রাঙ্গামাটি নদীতে খেয়া ট্রলার ডুবিতে একটি কোম্পানির বিক্রয় প্রতিনিধি মো. আনোয়ার হোসেনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার ভোর ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
আনোয়ার হোসেন উপজেলার কবাই ইউনিয়নের খোদাবক্সকাঠি এলাকার মৃত আমির হোসেনের ছেলে। আনোয়ার হোসেন কোহিনুর কেমিক্যাল কোম্পানির বিক্রয় প্রতিনিধি হিসেবে ঢাকায় কর্মরত ছিলেন।
স্থানীয়রা জানান, আনোয়ার হোসেন পরিবারের সদস্যদের নিয়ে খেয়া ট্রলারে করে নদী পার হচ্ছিলো। এসময় ট্রলারটিতে অর্ধশতাধিক যাত্রী ছিল। অতিরিক্ত যাত্রীর কারণে কিছুদূর গিয়ে ট্রলারটি ডুবে যায়। এসময় স্থানীয়দের সহায়তায় অন্য যাত্রীরা সাঁতরে তীরে আসতে পারলেও আনোয়ার হোসেন নিখোঁজ ছিলেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার তৎপরতা শুরু করেন। ঘটনার ২ ঘণ্টা পর সকাল ৮টার দিকে ফায়ার সার্ভিসের কর্মীরা আনোয়ার হোসেনের মৃতদেহ উদ্ধার করেন।
বাকেরগঞ্জ থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো. মাসুদুজ্জামান জানান, খেয়া ট্রলার ডুবিতে চালকের অবহেলা বা অতিরিক্ত যাত্রী বোঝাই ছিল কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। এ ধরনের প্রমাণ পেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
Leave a Reply