মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ১১:৫৫ অপরাহ্ন
সুমন খান , স্বরুপকাঠী প্রতিনিধি:
নতুন প্রজন্মের প্রথম ভোট আম মার্কায় হোক,এ কথাটি বলেন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে পিরোজপুর ১আসনে ন্যাশনাল পিপলস্ পার্টি (এনপিপি)ও এন ডি এফ মনোনীত প্রার্থী মোঃ মেহেদী হাসান রনী। মঙ্গলবার স্বরূপকাঠী উপজেলার বলদিয়া ইউনিয়ন সহ ইন্দেরহাট, মিয়ার হাট, এবং স্বরূপকাঠী বাজার এলাকায় গন সংযোগ এবং পথসভা করার সময় নতুন ভোটারদের উদ্দেশ্যে তিনি এ কথা বলেন।
এ সময় তিনি আরো বলেন, আমি নির্বাচিত হলে বলদিয়া এলাকায় কোন মাটির রাস্তা রাখবোনা। এই বলদিয়া ইউনিয়নে কোন উন্নয়নের ছোয়া লাগেনি বীগত সরকার কি উন্নয়ন করেছে তা এলাকার রাস্তাঘাট দেখলেই বুঝা যায়। আমাকে একটিবার সুযোগ দিন আমি কথা দিচ্ছি বলদিয়া ইউনিয়নের চেহারা পাল্টে দিবো।
নির্বাচনের আর মাত্র ৪ দিন বাকি তাই এনপিপির এই প্রার্থী তার প্রচার প্রচারনা নিয়ে ব্যাস্ত সময় পার করছেন।তরুন প্রজন্মের অহংকার সদা হাস্যোজ্জ্বল এই নেতা ইন্দেরহাট,স্বরূপকাঠী,বাজারে প্রতিটা দোকানে দোকানে সালাম বিনিময় করেন এবং সকলের কাছে আম মার্কায় ভোট চেয়েছেন এবং তার পক্ষে ছোট ছোট গ্রুপে ভাগ হয়ে চালিয়ে যাচ্ছে নির্বাচনী প্রচারণা সুকৌশলে সাধারণ মানুষের কাছে গিয়ে আম মার্কায় ভোট প্রার্থনা করছেন কোন প্রকার জমকালো নির্বাচনী জনসভা না করে সাধামাঠা ভাবে প্রচারণা চালিয়ে যাচ্ছেন।
এ সময় তিনি বলেন মুক্তি যুদ্ধের চেতনা জাতীয়তাবাদ ও ধর্মীয় মূল্যবোধ বিশ্বাসে বিকল্প রাজনৈতিক শক্তি গড়ে তোলাই ন্যাশনাল পিপলস্ পার্টির মূল লক্ষ।পথসভা কালে তিনি আরো বলেন আমি কঠোর হাতে দুর্নীতি নিমূর্ল করবো, মাদক মূক্ত,সন্ত্রাস মুক্ত সমাজ গড়ব,দারিদ্র্য বিমোচন করবো, বেকার সমস্যা সমাধান করবো,শিক্ষা অঙ্গনে পরিবেশে সুন্দর সৃষ্ঠি করবো এবং সংখ্যালঘুদের সমঅধিকার নিশ্চিত করবো,সর্বোপরি এলাকাবাসীর সার্বিক উন্নয়নে কাজ করবো।
এ সময় উপস্তিত ছিলেন এনপিপির প্রেসিডিয়াম সদস্য মোঃ সেলিম তালুকদার,কেন্দ্রীয় যুগ্ন মহাসচিব এমাদুল হক রানা,কেন্দ্রীয় প্রচার সম্পাদক মোঃ জিয়াউর রহমান হিরা, এনপিপি পিরোজপুর জেলা সাধারন সম্পাদক এম. আনোয়ার হোসেন,বানারীপাড়া থানা সভাপতি সৈয়দ অলিউল ইসলাম, নেছারাবাদ থানা সভাপতি জামাল হোসেন, পিরোজপুর জেলা সেচ্ছা সেবক পার্টি সভাপতি মোঃ জসিম মিয়া, স্বরূপকাঠী এনপিপি পৌর কমিটির সাধারন সম্পাদক রফিকুল ইসলাম,পৌর সাধারন সম্পাদক মিন্টু মিয়া,সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন,বলদিয়া ইউনিয়ন সাধারন সম্পাদক মিরাজুল ইসলাম সহ স্থানীয় নেতৃবৃন্দৃ।
Leave a Reply