শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০৬:০৭ পূর্বাহ্ন
আমতলী প্রতিনিধি॥ বরগুনার আমতলীতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২তম জন্মবার্ষিকী ও শিশু দিবসটি পালন উপলক্ষে ১০১ পাউন্ডের কেক কাটা হয়েছে। এ উপলক্ষে সকাল ৯টায় পৌরসভা চত্বরে ১০১ পাউন্ডের কেক কাটেন পৌর আওয়ামী লীগ সভাপতি উপজেলা চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মো. মজিবুর রহমান, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক পৌর মেয়র মো. মতিয়ার রহমান, ইউএনও এ কে এম আব্দুল্লাহ বিন রশিদ, নারী ভাইস চেয়ারম্যান তামান্না আফরোজ মনি, সহকারী কমিশনার (ভূমি) মো. নাজমুল ইসলাম, ওসি এ কে এম মিজানুর রহমান, উপজেলা আওয়ামী লীগ সভাপতি অ্যাড. এম এ কাদের মিয়া, ইউপি চেয়ারম্যান মো. মোতাহার উদ্দিন মৃধা, বোরহান উদ্দিন আহমেদ মাসুম তালুকদার, আখতারুজ্জামান বাদল খান, রফিকুল ইসলাম রিপন, আসাদুজ্জামান মিন্টু মল্লিক, অ্যাড. এম মনিরুল ইসলাম মনি, সোহেলী পারভীন মালা, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার অ্যাড. সামসুদ্দিন সানু প্রমুখ।
এ ছাড়া কর্মসূচির মধ্যে আরো ছিল জাতীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পণ, শিশু সমাবেশ ও র্যালি, আলোচনাসভা, চিত্রাংকন প্রতিযোগিতা, সুবিধাবঞ্চিত শিশুদের মধ্যে শিশু খাদ্য বিতরণ, ধর্মীয় উপসনালয় বিশেষ দোয়া ও আলোকসজ্জা।
কর্মসূচিতে উপজেলার সকল সরকারি প্রতিষ্ঠান প্রধান, শিক্ষাপ্রতিষ্ঠান প্রধান, পৌরসভার কাউন্সিলর, আওয়ামী লীগের নেতৃবৃন্দ, সাংবাদিক, সুধীজন ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের কোমলমতি শিক্ষার্থীরা অংশ নেয়।
এ ছাড়া উপজেলার সকল শিক্ষাপ্রতিষ্ঠানে যথাযোগ্য মর্যাদায় বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও শিশু দিবসটি পালিত হয়েছে। আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও বিভিন্ন এতিমখানায় উন্নত মানের খাবার পরিবেশেন করা হয়েছে।
Leave a Reply