শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ১০:১৬ অপরাহ্ন
অনলাইন ডেস্ক :
বাংলাদেশ ওয়াকার্স পার্টির সভাপতি ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সমাজ কল্যাণ মন্ত্রী রাশেদ খান মেনন আজ রোববার বরিশালের বাবুগঞ্জে আসছেন। তিনি সকাল ১১ টায় ঢাকা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর থেকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে বরিশাল বিমানবন্দরে এসে পৌঁছাবেন। পরে মন্ত্রী মেনন বিমান বন্দর থেকে ঢাকা-বরিশাল মহাসড়কের নদী ভাঙন ঝুঁকিতে বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহি উদ্দিন জাহাঙ্গীর (দোয়ারিকা) সেতু ও সম্প্রতি নদীন ভাঙনে বিলীন হওয়া সৈয়দ মোর্শরফ রশিদা মাধ্যামিক বিদ্যালয় এলাক পরিদর্শন করবেন।
দুপুর ১ টায় তিনি বাবুগঞ্জ পাইলট বালিকা মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য ছাত্রাবাস ও খানপুর রাশেদ খান মেনন মডেল স্বুল এ্যান্ড কলেজের ৪ তলা বিশিষ্ট ভবন এবং দৃষ্টি প্রতিবন্ধী ছাত্রাবাসের ভিত্তি প্রস্তরের উদ্ধোধন করেবেন। এ ছাড়াও বাংলাদেশ ওয়াকার্স পার্টির সভাপতি ও সমাজ কল্যান মন্ত্রী রাশেদ খান মেনন বিকাল ৪ টায় বাবুগঞ্জ উপজেলা ওয়াকার্স পার্টি আযোজিত এক কর্মী সমাবেশে প্রধান অতিথি হিসেবে যোগদান করবেন।
Leave a Reply