শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ১০:৫২ পূর্বাহ্ন
আগৈলঝাড়া প্রতিনিধি:
আগৈলঝাড়ায় দুই ওসিকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। সোমবার রাতে আগৈলঝাড়া থানা চত্তরের গোল ঘরে থানার বিদায়ী পুলিশ পরিদর্শক (ওসি) আব্দুর রাজ্জাক মোল্লা ও নবাগত পুলিশ পরিদর্শক (ওসি) মো. আফজাল হোসেনের দায়িত্বভার গ্রহণ উপলক্ষে সংবর্ধনার আয়োজন করে আগৈলঝাড়া থানা পুলিশ কর্মকর্তাও সদস্যরা।
বিদায়ী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রাজ্জাক মোল্লার সভাপতিত্বে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গৌরনদী সার্কেলের অতিরিক্তি পুলিশ সুপার আব্দুর রব হাওলাদার।
অনুষ্ঠানে বিদায়ী ওসি আব্দুর রাজ্জাক মোল্লা ও নবাগত ওসি আফজাল হোসেনকে ফুল দিয়ে বরণ করে নেন থানার অফিসার ও সদস্যবৃন্দ, আওয়ামী লীগ নেতৃবৃন্দ, প্রেসক্লাব সাংবাদিকবৃন্দসহ সূধী সমাজের নেতৃবৃন্দ।পুলিশ পরিদর্শক (তদন্ত) নকিব আকরাম এর সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগ নেতা ও জেলা মুক্তিযোদ্ধা সহকারী কমান্ডার আব্দুর রইচ সেরনিয়াবাত, উপজেলা আওয়ামীলীগ সমন্বয়ক আবু সালেহ লিটন, প্রেসক্লাব সভাপতি কেএম আজাদ রহমান, এসআই সাইফুল ইসলাম, এএসআই মফিজুল ইসলাম। এসময় বিদায়ী ওসি আব্দুর রাজ্জাক মোল্লাকে উপহার সামগ্রী প্রদান করেন থানার কর্মকর্তা ও সদস্যরা।
সংবর্ধনা অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক সরদার হারুন রানা, উপজেলা যুবলীগ সাধারণ সম্পাদক অনিমেষ মন্ডল, উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড আহ্বায়ক আবদুল্লাহ লিটন, উপজেলা শ্রমিকলীগ সাধারণ সম্পাদক সরোয়ার দাড়িয়া, উপজেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক জাকির পাইক, সাবেক সাধারণ সম্পাদক সবুজ আকন, যুবলীগ নেতা ফয়জুল সেরনিয়াবাতসহ প্রমুখ নেতৃবৃন্দ।
প্রসংগত, বদলী জনিত কারনে আগৈলঝাড়া থানার বিদায়ী ওসি আব্দুর রাজ্জাক মোল্লাকে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে। গৌরনদী মডেল থানার ওসি (তদন্ত) আফজাল হোসেনকে আগৈলঝাড়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে যোগদান করেছেন।
Leave a Reply